Murshidabad News: আগের স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী, শ্বশুরবাড়ির আর এক মেয়েকে বিয়ে করতে চেয়ে এ কী কাণ্ড! পুড়ে মৃত ৪
- Reported by:Koushik Adhikary
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Fire Accident: আগের স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী, শ্বশুরবাড়ির আর এক মেয়েকে বিয়ে করতে চেয়ে এ কী কাণ্ড! পুড়ে মৃত ৪
বহরমপুর: সাগরদীঘির বাহাল নগরের শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চারজনের মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শ্বশুরবাড়ির তিনজন সহ অভিযুক্ত জামাইয়েরও মৃত্যু হল আগুনে পুড়ে। মৃতদের নাম কুবড়াতন বিবি, তাহেরা বিবি, তফিক শেখ এবং রমজান আলি।
জানা গিয়েছে, রমজান আলি নিজের শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন! বিবাহিত হওয়া সত্ত্বেও শ্বশুরবাড়ির আর একজনকে বিয়ে করার জেদ ধরেছিলেন রমজান, এমনই অভিযোগ। জানা গিয়েছে, তাহেরা বিবিকে বিয়ে করতে চেয়েছিলেন রমজান। ওই ঘটনায় গতকাল শ্বশুরবাড়িতে গন্ডগোল চলাকালীন আগুন লাগিয়ে দেন রমজান।
advertisement
advertisement
শনিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ তিন জনের মৃত্যু হয়েছে, গতকাল এক শিশুর মৃত্যু হয়। এখনও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টাকাপয়সা নিয়েও রমজানের গন্ডগোল চলছিল শ্বশুরবাড়ির সঙ্গে বলে পরিবারের লোকের অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদীঘি থানার পুলিশ। ইতিমধ্যেই চারজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন পুলিশ।
advertisement
প্রতিবেশী সাদেমান শেখ জানিয়েছেন, বাড়িতে অন্যান্য দিনে দিনের মতোই গতকাল রাতে বসেছিলেন শ্বশুরবাড়ির সদস্যরা। গত দু’বছর আগে রমজান শেখের স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী হন। কিন্তু বর্তমানে রমজান শ্বশুরবাড়িরই অন্য এক মহিলাকে বিয়ে করতে চান। আর সেই নিয়ে বেশ কিছু দিন ধরেই বিবাদ চলত শ্বশুরবাড়িতে। আর সেই পুরনো বিবাদের জেরেই শুক্রবার রাতে রমজান শেখ তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের উপরে আগুনে লাগিয়ে দেন। রমজানন- সহ ছ’জন অগ্নিদগ্ধ হয়ে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে চারজনের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদীঘি থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Aug 31, 2024 2:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: আগের স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী, শ্বশুরবাড়ির আর এক মেয়েকে বিয়ে করতে চেয়ে এ কী কাণ্ড! পুড়ে মৃত ৪










