Valentine's Day Destination: নির্জনতায় গা ভাসিয়ে ডুবে যান প্রেমে, দিঘা, মন্দিরমণি নয়, ঘুরে যান এই সি বিচে

Last Updated:

Valentine's Day Destination: প্রেমের সপ্তাহে নির্জন সমুদ্র সৈকত হোক ভ্যালেন্টাইন্স ডেস্টিনেশন!

+
প্রেমিকার

প্রেমিকার সঙ্গে কাটান একান্ত সময়, নির্জন এই বিচই আপনাদের প্রেমের সাক্ষী- Photo- Collected

তাজপুর: প্রেম আর সমুদ্র দুইই একে অপরের পরিপূরক। প্রেমিকা বা প্রিয়জনের সঙ্গে সমুদ্র উপভোগ করার আনন্দ এক স্বর্গীয় সুখ। কিন্তু সমুদ্র প্রেমী মানুষের প্রথম পছন্দ দিঘা। তবে দিন দিন দিঘায় ভিড় বাড়ছে। অন্যদিকে মন্দারমনি পর্যটকদের ভিড়ে প্লাবিত হয়। প্রিয়জনের হাত ধরে নির্জন সৈকতে হেঁটে বেড়াবার উপায় নেই দিঘা মন্দারমনিতে।
ফলে সমুদ্র ভালবাসলেও নির্জনতার অভাবে সমুদ্র সৈকত বেড়ানোর মজা উপভোগ করার উপায় নেই। কিন্তু দিঘা,মন্দারমনি ছাড়া পূর্ব মেদিনীপুরের এমন একটি সমুদ্র সৈকতের কথা বলব যেখানে প্রেমের সপ্তাহে প্রেমিক-প্রেমিকা বা প্রিয়জনের সঙ্গে প্রেম উপভোগ করার আদর্শ জায়গা।
৭ ফেব্রুয়ারি দিবসের হাত ধরে শুরু হয়েছে প্রেমের সপ্তাহ। প্রেমের সপ্তাহে সঙ্গী বা সঙ্গিনীকে কাছে পেতে একটু নির্জনতা একটু নিরিবিলি জায়গা প্রায় সবাই খুঁজে বেড়ায়। আর প্রেমিক-প্রেমিকা যদি সমুদ্র ভালোবাসে তাহলে নির্জন সমুদ্র সৈকতের হাতছানি অগ্রাহ্য করা অসম্ভব! নির্জন, কোলাহলবিহীণ সমুদ্র সৈকত হয়ে ওঠে ওই প্রেমিক যুগলের আদর্শ প্রেমের জায়গা।
advertisement
advertisement
সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সময় কাটাতে এরকমই একটি নির্জন সমুদ্র সৈকত হলো পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর। সঙ্গীর সঙ্গে সমুদ্র সৈকতে ঝাউবনের মধ্যে হারিয়ে যেতে চাইলে তাজপুর আদর্শ! জেলা বনদফতর এর অধীনে থাকা ঝাউবন তাজপুরের সমুদ্র সৈকতকে অন্য মাত্রা দিয়েছে। জোৎস্নার আলোয় তাজপুর সমুদ্র হয়ে ওঠে রূপবতী। হোটেলের ব্যালকনিতে বসে সেই রূপ দেখার অমোঘ আকর্ষণ প্রেমের সপ্তাহ উদযাপনকে আরো রঙিন করে তুলবে। আবার অন্ধকার রাতে হোটেলের ব্যালকনিতে বসে সমুদ্রের ডাক ও ঝাউবনের আওয়াজ হাতছানি দেয় অজানা সঙ্গমের।
advertisement
মন্দারমনি ও শংকরপুর সমুদ্র সৈকতের মাঝে অবস্থিত তাজপুর সমুদ্র সৈকত। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক থেকে দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। বাস বা ট্রেন দুটোতেই পৌঁছানো যায় তাজপুর সমুদ্র সৈকতে। মেছেদা থেকে দিঘাগামী বাসে করে বালিসাই নেমে সেখান থেকে টোটো, ভ্যান এবং গাড়ি পাওয়া পাওয়া যায় তাজপুর সমুদ্র সৈকত যাওয়ার। অন্যদিকে দীঘা হাওড়া রেল পথের দিঘাগামী এক্সপ্রেস ও লোকাল ট্রেনে রামনগর রামনগর স্টেশনে নেমে টোটো ভ্যান রিক্সা অটো ও ছোট গাড়ি করে তাজপুর সমুদ্র সৈকত যাওয়া যায়। এছাড়াও গাড়ি বুক করে সরাসরি তাজপুর সমুদ্র সৈকতে আসা যায়।
advertisement
কোথাও বেড়াতে গেলে যেটা প্রথমেই মাথায় আসে কোথায় থাকব? অনেকগুলি হোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে তাজপুর সমুদ্র সৈকত ঘিরে। বিভিন্ন হোটেল গুলির প্রতিদিনের রুম ভাড়া ১০০০ থেকে ৪০০০ টাকা। খাওয়া-দাওয়ার জন্য আলাদা মূল্য দিতে হবে। পর্যটকেরা চাইলে হোটেলের বাইরে খেতে পারে। সমুদ্র থেকে তাকিয়ে দেখলে নজরে আসে না কোন হোটেল, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে অনেক রিসর্ট। গাছ গাছালি দিয়ে ঘেরা। এ এক অন্য বৈচিত্র! আগে থেকেও বুক না করলেও চলে কারণ তারপর সমুদ্র সৈকতে খুব একটা পর্যটকের ভিড় লক্ষ্য করা যায় না। কিন্তু রয়েছে অনেক হোটেল ও রিসোর্ট। ফলে সহজেই সঙ্গিনীর সঙ্গে তাজপুর সমুদ্র সৈকতে প্রেমের সপ্তাহ উদযাপন করা যায়।
advertisement
তাজপুর সমুদ্র সৈকত গ্রাম্য প্রকৃতির মধ্যে। পর্যটক গ্রাম্য পরিবেশে শহুরে কৃত্রিম আদব-কায়দা ভুলে গ্রাম্য প্রকৃতি সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চাইলে তাজপুর সমুদ্র সৈকত আদর্শ জায়গা। ভাটার সময় সমুদ্র দূরে সরে যায়, সৈকত তখন অনেক প্রশস্ত, খেলার উপযুক্ত। সৈকতে লাল কাঁকড়ার উন্মুক্ত বিচরণ। সমুদ্র সৈকতে কংক্রিটের জঙ্গল দেখা থেকে মুক্তি দেবে নির্জন, নিবিড় ও কোলাহলমুক্ত সৈকত তাজপুর। এই ভালোবাসার দিবসে সঙ্গী বা সঙ্গিনীকে আরো কাছে পেতে হলে নিবিড় নির্জন তাজপুর সমুদ্র সৈকত হোক আপনার গন্তব্য।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Valentine's Day Destination: নির্জনতায় গা ভাসিয়ে ডুবে যান প্রেমে, দিঘা, মন্দিরমণি নয়, ঘুরে যান এই সি বিচে
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement