অশোকনগরে এসি ট্রেন না দাঁড়ালে বড়োসড়ো আন্দোলন... কড়া ভাষায় জানালেন বিধায়ক

Last Updated:

অশোকনগরবাসীর ক্ষোভের অন্যতম কারণ পরিসংখ্যান। রেলের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে অশোকনগর স্টেশনেই টিকিট বিক্রি হয়েছে প্রায় ৩ কোটি ১৭ লক্ষ টাকার। অথচ দত্তপুকুর ও গোবরডাঙায় প্রায় সমপরিমাণ টিকিট বিক্রি হলেও সেখানে স্টপেজ রাখা হয়েছে। এমনকি বিরাটিতে (২ কোটি ৯৩ লক্ষ টাকা) ও চাঁদপাড়ায় (২ কোটি ৫৫ লক্ষ টাকা) টিকিট বিক্রি অশোকনগরের তুলনায় কম হলেও সেখানেও থামবে এই ট্রেন।

News18
News18
অশোকনগর, জিয়াউল আলম: অশোকনগরে এসি ট্রেন না দাঁড়ালে বড়োসড়ো আন্দোলনের পথে হাঁটবে অশোকনগরের বাসিন্দারা,  স্টেশন মাস্টারকে স্পষ্ট ভাষায় এমনটাই বললেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।
‘শিয়ালদা বনগাঁ শাখায় AC ট্রেন চলবে কিন্ত অশোকনগরে সেই ট্রেন দাঁড়াবে না।’ এই খবর চাউর হতেই গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন অশোকনগরের বাসিন্দারা। বুধবার দুপুরে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী অশোকনগরের বাসিন্দাদের সঙ্গে নিয়ে পৌঁছে যান অশোকনগরের স্টেশন মাস্টার প্রদীপকুমার বিশ্বাসের ঘরে। সেখানে প্রথমে তাঁর কাছে জানতে চাওয়া হয় ‘শিয়ালদা বনগাঁ শাখা এসি ট্রেন চলবে কিনা, যদি চলে অশোকনগরের সেই ট্রেন দাঁড়াবে কিনা?’ বিধায়কের এই প্রশ্নের উত্তরে স্টেশন মাস্টার প্রথমে বলেন, ‘শিয়ালদা বনগাঁ শাখা এসি ট্রেন চলবে, তবে অশোকনগরে সেই ট্রেন দাঁড়াবে না।’ এর পরে বিধায়ক ট্রেন না দাঁড়ানোর কারণ জানতে চান। স্টেশন মাস্টার সঠিকভাবে কারণ দর্শাতে না পারায়। বিধায়ক তখন বলেন, ‘অশোকনগরের বাসিন্দাদের স্বার্থে এই আন্দোলন যতদূর নিয়ে যাওয়ার ততদূর নিয়ে যাওয়া হবে। আর এই আন্দোলনের জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হলে তার দায় নিতে হবে রেলকে।’
advertisement
advertisement
অশোকনগরবাসীর ক্ষোভের অন্যতম কারণ পরিসংখ্যান। রেলের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে অশোকনগর স্টেশনেই টিকিট বিক্রি হয়েছে প্রায় ৩ কোটি ১৭ লক্ষ টাকার। অথচ দত্তপুকুর ও গোবরডাঙায় প্রায় সমপরিমাণ টিকিট বিক্রি হলেও সেখানে স্টপেজ রাখা হয়েছে। এমনকি বিরাটিতে (২ কোটি ৯৩ লক্ষ টাকা) ও চাঁদপাড়ায় (২ কোটি ৫৫ লক্ষ টাকা) টিকিট বিক্রি অশোকনগরের তুলনায় কম হলেও সেখানেও থামবে এই ট্রেন। ফলে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ, কোন যুক্তিতে অশোকনগরকে বাদ দেওয়া হল? সেক্ষেত্রে অশোকনগরের একাংশের মানুষ বিষয়টি নিয়ে রেলকে বিবেচনা করার আর্জি জানিয়েছেন।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অশোকনগরে এসি ট্রেন না দাঁড়ালে বড়োসড়ো আন্দোলন... কড়া ভাষায় জানালেন বিধায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement