Husband Wife: এক স্বামী, দুই স্ত্রী...! এক বউ থানায় এল, স্বামীকে নিয়ে দ্বিতীয় স্ত্রীও পৌঁছল সেখানে! মুহূর্তে এসপি অফিস হল WWE রিং, জুতো-চপ্পল উড়ে ধুন্ধুমার কাণ্ড

Last Updated:

Husband Wife: প্রথম স্ত্রী, তাঁর স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে যখন পুলিশ সুপারের অফিসে পৌঁছন, তখন স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পুলিশ সুপারের অফিসে পৌঁছে যান। দু'জনেই একে অপরকে দেখার সঙ্গে সঙ্গেই অশান্তি শুরু হয়ে যায়।

News18
News18
জব্বলপুরঃ মধ্যপ্রদেশের জব্বলপুরে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে, যেখানে জনশুনানির সময় হঠাৎ পুলিশের সামনে জুতা-চপ্পল উড়তে শুরু করে। জনশুনানিতে বসে থাকা লোকেরা হঠাৎ কী ঘটতে শুরু করল তা দেখে অবাক হয়ে গেল। তবে, পরে জব্বলপুর থানার পুলিশ পুরো বিষয়টি ভেদ করে দুই মহিলা এবং এক পুরুষকে আটক করে, যারা জুতা-চপ্পল ছুঁড়ে জনশুনানিতে হট্টগোল সৃষ্টি করেছিল, তারপর এমন কিছু প্রকাশ্যে আসে যা দেখে সবাই হতবাক হয়ে যায়।
পুরো বিষয়টি দুই স্ত্রী এবং তাঁদের স্বামীর সঙ্গে সম্পর্কিত। প্রথম স্ত্রী, তাঁর স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে যখন পুলিশ সুপারের অফিসে পৌঁছন, তখন স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পুলিশ সুপারের অফিসে পৌঁছে যান। দু’জনেই একে অপরকে দেখার সঙ্গে সঙ্গেই অশান্তি শুরু হয়ে যায়। আধ ঘণ্টা ধরে হাইভোল্টেজ নাটক চলতে থাকে। তবে, সবাইকে তাৎক্ষণিকভাবে সিভিল লাইনস থানায় নিয়ে যাওয়া হয়। তারা একে অপরের সঙ্গে চুলোচুলিতে জড়িয়ে পড়ে, চটি দিয়ে মারধর করে।
advertisement
আরও পড়ুনঃ ২২ অগাস্ট ভোর থেকে কী কী ঘটেছিল? অবশেষে মুখ খুললেন সন্তানহারা দম্পতি, নয়া ভিডিওয় ফুঁপিয়ে কাঁদছেন সোহিনী-অনির্বাণ, ভয়ঙ্কর অভিযোগ কার বিরুদ্ধে?
রাঞ্জি এলাকার বাসিন্দা প্রীতি ভানস্কর জানান, ৬ বছর আগে রাঞ্জির বাসিন্দা অভিষেক সোনকারের সঙ্গে তাঁর বিয়ে হয়। দু’জনেরই দুই সন্তান হয়, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েদছে ইতিমধ্যেই। অভিষেকের আমার সঙ্গে বিচ্ছেদ হয়নি, কিন্তু অন্য একজন মহিলাকে বিয়ে করে। আমাকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। যার কারণে, সন্তানদের লালন-পালনে সমস্যা হচ্ছে। তিনি এই বিষয়ে অভিযোগ নিয়ে পুলিশ সুপারের অফিসে পৌঁছন। তারপর হঠাৎ স্বামী অভিষেক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পুলিশ সুপারের অফিসে পৌঁছন এবং আমার স্বামীও তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমার সঙ্গে ঝগড়া শুরু করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিয়ালদহ থেকে কখন ছাড়বে কৃষ্ণনগর এসি লোকাল? ফিরতি ট্রেন কৃষ্ণনগর ছাড়বে কখন? জানুন ভাড়া, সময়সূচি
বিবাদ আরও বাড়ার সঙ্গে সঙ্গে, গণ শুনানিতে উপস্থিত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করেন এবং উভয় পক্ষকে সিভিল লাইনস থানায় নিয়ে যান। উভয় পক্ষকে থানায় কাউন্সেলিংও করা হয়। সিএসপি ভগত সিং গাথোরিয়া বলেন, দুটি পক্ষ অভিযোগ জানাতে গণশুনানিতে এসেছিল, যেখানে অভিষেকের প্রথম স্ত্রী প্রীতি অভিযোগ দায়ের করার পরেই অভিষেক তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পৌঁছেছিলেন, যার কারণে বিরোধ দেখা দেয়। তবে, উভয় পক্ষের কাউন্সেলিং করা হয় এবং বিষয়টির সমাধান করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Husband Wife: এক স্বামী, দুই স্ত্রী...! এক বউ থানায় এল, স্বামীকে নিয়ে দ্বিতীয় স্ত্রীও পৌঁছল সেখানে! মুহূর্তে এসপি অফিস হল WWE রিং, জুতো-চপ্পল উড়ে ধুন্ধুমার কাণ্ড
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement