AC Local Train: শিয়ালদহ থেকে কখন ছাড়বে কৃষ্ণনগর এসি লোকাল? ফিরতি ট্রেন কৃষ্ণনগর ছাড়বে কখন? জানুন ভাড়া, সময়সূচি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
AC Local Train: শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এক জোড়া এসি লোকাল চলবে। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে আপ কৃষ্ণনগর এসি লোকাল ছাড়বে সকাল ৯:৪৮ মিনিটে। সেই ট্রেন কৃষ্ণনগর পৌঁছবে বেলা ১২:০৭ মিনিটে। আবার কৃষ্ণনগর থেকে এসি লোকালটি দুপুর ১:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩:৪০ মিনিটে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*কৃষ্ণনগর-শিয়ালদহ এসি লোকালের ভাড়া যথাক্রমে: শিয়ালদহ-দমদম জংশন-- ৩৫ টাকা, শিয়ালদহ-বেলঘড়িয়া -- ৪০ টাকা, শিয়ালদহ-বারাকপুর -- ৬০ টাকা, শিয়ালদহ-শ্যামনগর -- ৮৫ টাকা, শিয়ালদহ-নৈহাটি -- ৯০ টাকা, শিয়ালদহ-কল্যাণী -- ৯৫ টাকা, শিয়ালদহ-চাকদহ -- ১০৫ টাকা, শিয়ালদহ-রানাঘাট -- ১২০ টাকা, শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন -- ১৪০ টাকা।