South 24 Parganas News: এই বাসেই মিলছে বিজ্ঞানের জ্ঞান! স্কুলে স্কুলে পৌঁছাচ্ছে ভ্রাম্যমান প্রদর্শনী

Last Updated:

বিজ্ঞানের ছোট-বড় নানা মডেল।ভ্রাম্যমাণ প্রদর্শনী নিয়ে সেই বাসটিই ঘুরছে স্কুলে-স্কুলে।

+
বিজ্ঞান

বিজ্ঞান প্রদর্শনী গাড়ি

সুমন সাহা, কুলতলি: সাধারণ যাত্রীবাহী গাড়িকে বদলে ফেলা হয়েছে খেলার ছলে। তার ভিতরেই সাজিয়ে রাখা রয়েছে বিজ্ঞানের ছোট-বড় নানা মডেল। বাসের বাইরের অংশেও নানা মডেল দিয়ে সাজানো হয়েছে। ভ্রাম্যমাণ প্রদর্শনী নিয়ে সেই বাসটিই ঘুরছে স্কুলে-স্কুলে। বিড়লা ইন্ড্রাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় প্রত্যন্ত এলাকায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়াতে এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সম্প্রতি কুলতলির জামতলা ভগবানচন্দ্র স্কুলে প্রদর্শনীর সূচনা হয়। উদ্যোক্তারা জানান, চলতি মাসে কুলতলি ব্লকের বিভিন্ন স্কুলে ঘুরবে বাসটি।
উদ্যোক্তারা জানান, কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি কী ভাবে কাজ করে, সৌর শক্তি থেকে কী ভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, মোবাইল ফোন কী ভাবে কাজ করে ইত্যাদি নানা জিনিস মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে এই প্রদর্শনীতে। ছাত্র-ছাত্রীরা মডেল চালিয়ে হাতে কলমে সেই সব বিষয় বুঝে নিতে পারছে। প্রদর্শনীর পাশাপাশি, যখন যে স্কুলে বাসটি দাঁড়াচ্ছে, সেখানে বিজ্ঞান নিয়ে নানা কর্মশালার আয়োজনও করা হচ্ছে। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত নানা ভিডিয়ো দেখান হচ্ছে ছাত্রছাত্রীদের। টেলিস্কোপের সাহায্যে আকাশ দেখানোর ব্যবস্থাও রয়েছে।
advertisement
advertisement
উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে “প্রত্যন্ত এলাকার এই সব ছেলেমেয়েদের কাছে বিড়লা মিউজিয়ামে গিয়ে সায়েন্স শো-সহ বিজ্ঞানের বিভিন্ন প্রদর্শনী দেখার সুযোগ কম। তাদের কথা মাথায় রেখেই এই ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে আমরা বিজ্ঞানের পাঠ দেওয়ার চেষ্টা করছি।”
প্রদর্শনী ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ রয়েছে চোখে পড়ার মত। স্কুলের ফাঁকে ভিড় করে প্রদর্শনী দেখছে তারা। ‘সায়েন্স-শো’ গুলিতেও অংশ নিচ্ছে অনেকে। জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলের প্রধান বলেন, “প্রত্যন্ত এই এলাকায় এখনও শিক্ষার প্রসার পুরোপুরি হয়নি। মানুষের মধ্যে নানা কুসংস্কারের প্রভাব রয়েছে। সেই জায়গায় এ ধরনের বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী ছাত্র-ছাত্রীদের জন্য খুবই কার্যকর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: এই বাসেই মিলছে বিজ্ঞানের জ্ঞান! স্কুলে স্কুলে পৌঁছাচ্ছে ভ্রাম্যমান প্রদর্শনী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement