Tree Care: গাছের পরিচর্যা করলেই মিলবে পুরস্কার!

Last Updated:

Tree Care: মাঝে মধ্যেই গাছের ছবি তুলে শিক্ষকদের পাঠাতে হবে। প্রধান শিক্ষকের কথা অনুযায়ী, তিন মাস পরে গাছের ছবি দেখে পড়ুয়াদের পুরস্কৃত করা হবে

+
পড়ুয়া 

পড়ুয়া 

পূর্ব বর্ধমান: পরিবেশের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইন্সটিটিউশন। প্রচন্ড গরমের মধ্যে প্রকৃতিতে আরও কিছুটা অক্সিজেনের মাত্রা বাড়াতে এবং একাদশ শ্রেণির নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার জন্যই এবার অভিনব পন্থা নিল পূর্বস্থলীর এই স্কুল। বিদ্যালয়ের তরফে পড়ুয়াদের মধ্যে শতাধিক চারাগাছ বিতরণ করা হয়েছে। এভাবেই তারা সামার ক্যাম্প করে।
তবে এই চারাগাছ বিদ্যালয়ে নয়, পড়ুয়ারা চারাগাছ বসিয়েছে তাদের বাড়িতেই। এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম বসাক বলেন, যেহেতু স্কুলের ছুটি চলছে, ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসছে তাই একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ডাকা হয়েছিল। আমাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেন রয়েছে। আবারও এই পড়ুয়াদের দিয়ে কিচেন গার্ডেনে বীজ ছড়ানো হবে। পড়ুয়ারা ইকো ক্লাবের সদস্য হবে কিছুদিন পরই। এছাড়াও পড়ুয়াদের একটি করে চারাগাছ দেওয়া হয়েছে। যেটা তারা তাদের বাড়িতে বসাবে। তিন মাস পরে সেই গাছের ছবি নিয়ে আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করব বলে ভেবেছি।
advertisement
advertisement
বিদ্যালয়ের তরফে আরও জানা গিয়েছে, প্রত্যেক পড়ুয়াকে এই গাছ বসানোর পরে বিশেষভাবে পরিচর্যা করার কথা বলা হয়েছে। তবে এখানেই থেমে নেই বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের নির্দেশ মেনে গাছের পরিচর্যা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা বোঝার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, মাঝে মধ্যেই গাছের ছবি তুলে শিক্ষকদের পাঠাতে হবে। প্রধান শিক্ষকের কথা অনুযায়ী, তিন মাস পরে গাছের ছবি দেখে পড়ুয়াদের পুরস্কৃত করা হবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tree Care: গাছের পরিচর্যা করলেই মিলবে পুরস্কার!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement