North 24 Parganas News: জেলার একমাত্র মাটি পরীক্ষাগারে এসে এত ধরনের মাটি দেখে অবাক ছাত্র-ছাত্রীরা!

Last Updated:

উত্তর ২৪ পরগনা: এগ্রিকালচার মার্কেটিং বিভাগ ও হাবরার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সহযোগিতায় কৃষি দফতরের অধীনে হাবরার নকপুল এলাকার জেলার একমাত্র সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে অনুষ্ঠিত হল এক বিশেষ শিক্ষামূলক সেমিনার।

+
ল্যাবরেটরি

ল্যাবরেটরি

রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: এগ্রিকালচার মার্কেটিং বিভাগ ও হাবরার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সহযোগিতায় কৃষি দফতরের অধীনে হাবরার নকপুল এলাকার জেলার একমাত্র সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে অনুষ্ঠিত হল এক বিশেষ শিক্ষামূলক সেমিনার। কলকাতার টালিগঞ্জের পর এনএবিএল স্বীকৃত সয়েল টেস্টিং এই ল্যাবরেটরি জেলার কৃষিক্ষেত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।
এ দিন ছাত্র-ছাত্রীরাও বিশেষ এই ল্যাবটারির বিষয়ে সম্মুখ ধারণা লাভ করল। এদিন বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের মাটি, তার গঠন, উপযোগিতা ও পরীক্ষার পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন এগ্রিকালচার কেমিস্ট ডক্টর গৌতম কুমার সরকার, হাবরা ল্যাবরেটরির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডঃ কৌশিক মজুমদার, স্কুলের শিক্ষকরা সহ বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
advertisement
এই ল্যাবরেটরির মাধ্যমে বিনামূল্যে মাটি পরীক্ষা করার ও সয়েল হেলথ রিপোর্ট চাষীদের মোবাইলে পাঠানোরও ব্যবস্থা রয়েছে বলেই জানান কৌশিক বাবু। তিনি আরও জানান, এই মাটি পরীক্ষার রিপোর্ট একপ্রকার ‘আধার কার্ড’ হয়ে উঠছে চাষের জমির জন্য। ল্যাবরেটরির চলতি বছরে প্রায় ২৮ হাজার মাটি পরীক্ষার লক্ষ্যমাত্রা রয়েছে।
advertisement
কৃষিজমি কীভাবে উর্বর করা যায়, কোন সারের প্রয়োগ কতটা প্রয়োজন, সেসব বিষয়েও পরামর্শ দেন ল্যাবের টেকনিশিয়ানরা।ছাত্রছাত্রীরা অন্য ধরনের এই অভিজ্ঞতা পেয়ে বেশ আনন্দিত। তারা জানায়, এত প্রকার মাটি রয়েছে তা তাদের আগে জানা ছিল না। কিভাবে একটি ল্যাবরেটরিতে মাটির নমুনা বিশ্লেষণ করা হয়, সেটাও সরাসরি দেখে তারা উৎসাহী হয়ে ওঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত মাটির নমুনা এই ল্যাবরেটরিতে সংরক্ষিত আছে, যা ভবিষ্যতে কৃষি-গবেষণার ক্ষেত্রেও সহায়ক হবে বলে জানান দফতরের আধিকারিকেরা। তারা আরও জানান, আগামী দিনে কৃষি ও শিক্ষা-সংযুক্ত এমন আরও কর্মসূচির পরিকল্পনা রয়েছে। এই ল্যাবরেটরির মাধ্যমে কৃষি ক্ষেত্রে জ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আগামী প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: জেলার একমাত্র মাটি পরীক্ষাগারে এসে এত ধরনের মাটি দেখে অবাক ছাত্র-ছাত্রীরা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement