এক ধাক্কায় দিল্লি বোর্ডের ‘এই’ স্কুলে ফি ৬০% বৃদ্ধি, স্কুলে তালা ঝোলালো অভিভাবকরা

Last Updated:

দিল্লি বোর্ড পরিচালিত বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল গতকাল হঠাৎ করে অভিবাবকদের বৈঠক ডেকে বেতন বৃদ্ধি করে।

School Fees Hike
School Fees Hike
#উত্তর ২৪ পরগণা: বনগাঁ কালুপুর বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ। রীতিমতো স্কুল গেটে তালা ঝুলিয়ে দিল অভিভাবকরা । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে । উত্তর ২৪ পরগণার বনগাঁর কালুপুরে উনাইতে দিল্লি বোর্ড পরিচালিত বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল গতকাল হঠাৎ করে অভিবাবকদের বৈঠক ডেকে বেতন বৃদ্ধি করে। অভিবাকদের দাবি, স্কুল কমিটি প্রথমে বেতন দ্বিগুণ বৃদ্ধি করার কথা জানায়।  পরবর্তীতে জানান হয়  ৬০ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হঠাৎ করে বেতন বৃদ্ধির প্রতিবাদে এদিন সকাল থেকে অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুলের প্রিন্সিপাল ও কোন ম্যানেজিং কমিটির সদস্য এসে অভিভাবকদের সঙ্গে কথা না বলার কারনে অভিভাবকরা স্কুলের মধ্যে বিক্ষোভ শুরু করেন। ক্ষুব্দ অভিভাবকরাই স্কুল গেটে তালা দিয়ে দেয়। অভিভাবকদের দাবি যতক্ষণ না পর্যন্ত বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে । বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল সুজাতা চক্রবর্তী জানান, গতকাল সমস্ত অভিভাবকদের নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এখনো পর্যন্ত কোন লিখিত নোটিশ দেওয়া হয়নি ।
advertisement
advertisement
বেসরকারি স্কুলে বেতন  বাড়বে না তো কি হবে । কিন্তু এখনো বেতন বাড়ানোর কোন কথা বলা হয়নি। তবে স্কুল কর্তৃপক্ষ অবশ্য আগেই অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করলেও, অভিভাবকদের তরফ থেকে তেমন কোন বিজ্ঞপ্তি স্কুলের তরফ থেকে দেওয়া হয়নি বলেই দাবি করা হয়। বিক্ষোভ সামাল দিতে পুলিশি হস্তক্ষেপেরও দাবি জানানো হয়।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক ধাক্কায় দিল্লি বোর্ডের ‘এই’ স্কুলে ফি ৬০% বৃদ্ধি, স্কুলে তালা ঝোলালো অভিভাবকরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement