West Bardhaman News: স্কুল তো নয় যেন আস্ত ট্রেন! বেড়ে গেল আগ্রহ, ছুটে ছুটে আসছে পড়ুয়ারা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
পড়ুুয়াদের বিদ্যালয়ের প্রতি আকর্ষণ তৈরি করতে, ট্রেনের কামরার আদলে সাজিয়ে তোলা হয়েছে স্কুল ভবন।
আসানসোল, পশ্চিম বর্ধমান: বিগত কয়েক বছরে ব্যাপক সংখ্যায় কমেছে সরকারি বিদ্যালয়গুলির পড়ুয়া সংখ্যা। এমনও অনেক বিদ্যালয়ে রয়েছে, যেখানে পর্যাপ্ত শিক্ষক থাকলেও, রয়েছে পড়ুয়ার অভাব। বন্ধ হতে বসেছে স্কুল। সেই ছবির পরিবর্তন করতে অভিনব উদ্যোগ। কুলটির মিঠানি প্রাথমিক বিদ্যালয়। যেখানে পড়ুয়াদের বিদ্যালয়ের প্রতি আকর্ষণ তৈরি করতে, ট্রেনের কামরার আদলে সাজিয়ে তোলা হয়েছে স্কুল ভবন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, “বর্তমানে সরকারি বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে। আবার সচেতন হতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে। বিদ্যালয়ের প্রতি ছোট ছোট পড়ুয়ারা যাতে আগ্রহী হয়, সেই জন্য অভিনব ভাবে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয় ভবন। একই সঙ্গে বিদ্যালয়ে আনন্দ পরিসর নামে বিশেষ ক্লাসের অন্তর্ভুক্তি হয়েছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধুমাত্র বিদ্যালয়ের বাইরের অংশ ট্রেনের আদলে সাজিয়ে তোলা নয়, ক্লাসরুমগুলিও নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে। ক্লাসরুমের দেওয়ালে রয়েছে বিভিন্ন মনীষীদের ছবি। ছবির আকারে রয়েছে বিভিন্ন তথ্য। যা দেখে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে। তাছাড়াও এমন অভিনব উদ্যোগের ফলে ধীরে ধীরে বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা বাড়ছে বলেও জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: পৌষ মাস পড়ে গেছে, সূর্যদেবকে প্রণাম করে, করুন বিষ্ণুদেবের অর্চনা, আপনার বিত্তে নজর দেয় ক্ষমতা কার
অন্যদিকে আনন্দ পরিসর ক্লাস শুরু হওয়ায় পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়েও আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। আনন্দ পরিসর ক্লাসের মাধ্যমে পড়ুয়াদের সাংস্কৃতিক বিষয়, যেমন নাচ, গান, অঙ্কন ইত্যাদি বিষয়ে আগ্রহ বাড়ানো হচ্ছে। এছাড়াও খেলাধুলোর প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে নানা রকম পদক্ষেপ করা হচ্ছে। সবমিলিয়ে অভিনব স্কুল ভবন, অভিনব ক্লাস চালু হওয়ার ফলে কমছে স্কুলছুটের সংখ্যা। বিদ্যালয়ে বাড়ছে পড়ুয়া সংখ্যা।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 18, 2024 6:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: স্কুল তো নয় যেন আস্ত ট্রেন! বেড়ে গেল আগ্রহ, ছুটে ছুটে আসছে পড়ুয়ারা