Business Idea: ফেলে দেওয়া জিনিস দিয়ে এই ব্যবসা শুরু করুন! ঘরে বসে হাজার হাজার টাকা আয়
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Business Idea: বাড়িতে ফেলে দেওয়া হয় এই সব জিনিস! আর তা দিয়েই চলতে পারে একটা গোটা ব্যবসা! বিরাট লাভ!
advertisement
advertisement
advertisement
আপনি যদি বড় করে ব্যবসা করতে চান, তাহলে আশপাশের বিভিন্ন সবজি, ফুলের দোকানের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে পারেন বিভিন্ন হোটেলগুলির সঙ্গে। সেখান থেকেই আপনি আপনার সার তৈরির জন্য কাঁচামালের জোগান পেয়ে যাবেন। এছাড়াও এই জৈবসারে আপনি ব্যবহার করতে পারেন ব্যবহার করা চা পাতা। তাতে আপনার তৈরি জৈব সারের গুণ আরও বৃদ্ধি পাবে।
advertisement
এই ব্যবসা করে ভাল লাভের মুখ দেখছেন অতুল্য মন্ডল। তিনি জানিয়েছেন, ফুলের বাগান, ছাদ বাগান যারা করেন, তাদের কাছে আপনার তৈরি সারের চাহিদা থাকবে ব্যাপক। স্থানীয় বাজার অনুযায়ী কেজি প্রতি দামে আপনি এই জৈব সার বিক্রি করতে পারবেন। এছাড়াও আপনার তৈরি সার নির্দিষ্ট ওজনে ইটের আকারে ব্লক তৈরি করে বিক্রি করতে পারবেন অনলাইনের ই-কমার্স ওয়েবসাইটেও। ঠিকঠাক চালাতে পারলে এক বছরের মধ্যে কয়েক গুণ বৃদ্ধি পাবে আপনার ব্যবসা।