Scam: ৪ জনের চাকরি ৬৪ লাখে! পার্থ ঘনিষ্ঠ অতনু গুছাইত কোথায় গেল? পৈতৃক বাড়িতে সমন
- Published by:Suman Biswas
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Scam: প্রসেনজিৎ কুইলা নামে এক ব্যক্তি কোলাঘাট থানায় এবং তমলুক জেলা আদালতে অভিযোগ দায়ের করেন অতনু গুছাইতের নামে।
কোলাঘাট: আরও বিপাকে চাকরি দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পলাতক পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অতনু গুছাইত। পলাতক অতনুর চাবিতালা লাগানো বাড়িতে সাঁটানো হল পুলিশের সমন নোটিশ! নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেশ কয়েক মাস যাবৎ সপরিবারে গা ঢাকা দিয়েছে কোলাঘাটের অতনু গুছাইত। এবার তাঁর কোলাঘাটের পৈতৃক বাড়িতে সমন পাঠালো তমলুক জেলা আদালত।
প্রসেনজিৎ কুইলা নামে এক ব্যক্তি কোলাঘাট থানায় এবং তমলুক জেলা আদালতে অভিযোগ দায়ের করেন অতনু গুছাইতের নামে। তাঁর অভিযোগ, বাড়ির চার সদস্যের প্রাইমারি চাকরি করে দেওয়ার জন্য কোলাঘাটের অতন গুছাইতকে ৬৪ লক্ষ টাকা দিয়েও চাকরি পাওয়া যায়নি। টাকা বারবার চাওয়ার পরেও সেটা কার ফেরত পাইনি, সেই মর্মে তমলুক কোর্টে এবং কোলাঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
আর সেই অভিযোগ ভিত্তিতে তমলুক জেলা আদালত বারবার অতনু গুছাইতকে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো সত্ত্বেও হাজিরা না দেওয়ায় এবার কোলাঘাটের পুলিশের মারফত তাঁর পৈতৃক বাড়িতে সমন পাঠাল তমলুক জেলা আদালত।
advertisement
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়র পরিচয় দিয়ে কোলাঘাট সহ পার্শ্ববর্তী জেলা থেকে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠেন কোলাঘাটের অতনু গুছাইতে বিরুদ্ধে। তবে বেশ কয়েক মাস যাবৎ সপরিবারে গা ঢাকা দেয় অতনু গুছাইত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 2:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam: ৪ জনের চাকরি ৬৪ লাখে! পার্থ ঘনিষ্ঠ অতনু গুছাইত কোথায় গেল? পৈতৃক বাড়িতে সমন