দিঘা, মন্দারমনি, তাজপুর ১০০ টাকায়! তাও আবার এসি বাসে! দুর্দান্ত অফার

Last Updated:

Digha: ১০০ টাকায় দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুর! এমন সুযোগ রোজ আসে না।

কলকাতা: পুজো হোক বা অন্য পরব, বাঙালির দিঘা যেতে কোনও উৎসব-পার্বন লাগে না। তবে পুজোর আগে ও পরে পর্যটকের সংখ্যা তুলনামূলক একটু বেশিই হয় দিঘা, মন্দারমনিতে।
পুজোর এই সময়টাতে তাই দিঘা বা মন্দারমনিতে খরচও একটু বেশিই হয়। তবে আমরা যদি বলি মাত্র ১০০ টাকার একটা নোট খরচ করে আপনি দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুর ঘুরে আসতে পারবেন! বিশ্বাস হচ্ছে না তো?
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসি পুজোর আগে এমন একটি অফার-এর কথা বলছে যা শুনে অনেকেরই বিশ্বাস হবে না হয়তো। দিঘা ও পাশ্ববর্তী এলাকা ঘুরে দেখতে চাইলে খরচ হবে মাত্র ১০০ টাকা জনপ্রতি। তাও আবার ঘুরবেন এসি মিনি বাসে চেপে।
advertisement
advertisement
আরও পড়ুন- ভূতন পিসির রান্নাঘর! নাম শুনেছেন? বাংলাজুড়ে পরিচিতি এখন, কারণ শুনলে মুগ্ধ হবেন
২০১৯ সালে ব্যাটারি চালিত মিনি বাস পরিষেবা চালু করেছিল এসবিএসটিসি। সেই পরিষেবায় পর্যটকরা দিঘা ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখতে পারতেন। তবে পরবর্তী সময়ে সেই পরিষেবা বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে। সেই সময় এই পরিষেবার পেতে পর্যটকদের খরচ করতে হত মাত্র ১০০ টাকা।
advertisement
সেই সময় ৫টি ব্যাটারি চালিত মিনি বাস চলত। আবার অক্টোবরের ৮-৯ তারিখ থেকে সেই বাসগুলি দেখা যাবে রাস্তায়। এখনও পরিবহণ দফতর থেকে চূড়ান্ত ছাড়পত্র আসেনি। সেটা পেলেই বাস পরিষেবা চালু হয়ে যাবে। পুজোর আগে ও পুজোর সময় পর্যটকরা ১০০ টাকা খরচ করে এই পরিষেবা নিতে পারবেন।
আরও পড়ুন- মা দুর্গা পান করেছিলেন গঙ্গাজল! শান্তিপুরের ৫০০ বছরের পুরনো রায় বাড়ির ইতিহাস
এসবিএসটিসি-র দিঘা ডিপো থেকে বাস বুক করতে হবে। এই বাসগুলি একবার চার্জে ৭০ কিমি পর্যন্ত চলতে পারে। ফলে দিঘা ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখতে পর্যটকদের কোনও অসুবিধা হবে না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘা, মন্দারমনি, তাজপুর ১০০ টাকায়! তাও আবার এসি বাসে! দুর্দান্ত অফার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement