দিঘা, মন্দারমনি, তাজপুর ১০০ টাকায়! তাও আবার এসি বাসে! দুর্দান্ত অফার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Digha: ১০০ টাকায় দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুর! এমন সুযোগ রোজ আসে না।
কলকাতা: পুজো হোক বা অন্য পরব, বাঙালির দিঘা যেতে কোনও উৎসব-পার্বন লাগে না। তবে পুজোর আগে ও পরে পর্যটকের সংখ্যা তুলনামূলক একটু বেশিই হয় দিঘা, মন্দারমনিতে।
পুজোর এই সময়টাতে তাই দিঘা বা মন্দারমনিতে খরচও একটু বেশিই হয়। তবে আমরা যদি বলি মাত্র ১০০ টাকার একটা নোট খরচ করে আপনি দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুর ঘুরে আসতে পারবেন! বিশ্বাস হচ্ছে না তো?
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসি পুজোর আগে এমন একটি অফার-এর কথা বলছে যা শুনে অনেকেরই বিশ্বাস হবে না হয়তো। দিঘা ও পাশ্ববর্তী এলাকা ঘুরে দেখতে চাইলে খরচ হবে মাত্র ১০০ টাকা জনপ্রতি। তাও আবার ঘুরবেন এসি মিনি বাসে চেপে।
advertisement
advertisement
আরও পড়ুন- ভূতন পিসির রান্নাঘর! নাম শুনেছেন? বাংলাজুড়ে পরিচিতি এখন, কারণ শুনলে মুগ্ধ হবেন
২০১৯ সালে ব্যাটারি চালিত মিনি বাস পরিষেবা চালু করেছিল এসবিএসটিসি। সেই পরিষেবায় পর্যটকরা দিঘা ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখতে পারতেন। তবে পরবর্তী সময়ে সেই পরিষেবা বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে। সেই সময় এই পরিষেবার পেতে পর্যটকদের খরচ করতে হত মাত্র ১০০ টাকা।
advertisement
সেই সময় ৫টি ব্যাটারি চালিত মিনি বাস চলত। আবার অক্টোবরের ৮-৯ তারিখ থেকে সেই বাসগুলি দেখা যাবে রাস্তায়। এখনও পরিবহণ দফতর থেকে চূড়ান্ত ছাড়পত্র আসেনি। সেটা পেলেই বাস পরিষেবা চালু হয়ে যাবে। পুজোর আগে ও পুজোর সময় পর্যটকরা ১০০ টাকা খরচ করে এই পরিষেবা নিতে পারবেন।
আরও পড়ুন- মা দুর্গা পান করেছিলেন গঙ্গাজল! শান্তিপুরের ৫০০ বছরের পুরনো রায় বাড়ির ইতিহাস
এসবিএসটিসি-র দিঘা ডিপো থেকে বাস বুক করতে হবে। এই বাসগুলি একবার চার্জে ৭০ কিমি পর্যন্ত চলতে পারে। ফলে দিঘা ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখতে পর্যটকদের কোনও অসুবিধা হবে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2023 7:16 PM IST