Saumitra Khan: আলাদা জঙ্গলমহল রাজ্য! BJP সাংসদ সৌমিত্রের মন্তব্যে তোলপাড়, কেন এই দাবি?

Last Updated:

Saumitra Khan: উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবিতে এর আগেও একাধিক বার সরব হয়েছিলেন বিজেপি নেতারা। সেই সময়ই একাধিক বার জঙ্গলমহল ইস্যুটিও সামনে এসেছে।

সৌমিত্রের দাবিতে শোরগোল
সৌমিত্রের দাবিতে শোরগোল
#বাঁকুড়া: আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবিতে সরব বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। কেন্দ্রে দরবারের ভাবনা
। বিজেপি সাংসদের কথায়, ''রাজ্যে ২৩ টি জেলা ভেঙে ৪৬ টি জেলা করা হলে কেন আমরা আলাদা জঙ্গলমহল রাজ্য চাইব না। কলকাতা যেভাবে জঙ্গলমহলকে সবদিক থেকে বঞ্চিত করে চলেছে, তাতে আমি জঙ্গলমহল রাজ্যের দাবির পক্ষে সহমত।''
উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবিতে এর আগেও একাধিক বার সরব হয়েছিলেন বিজেপি নেতারা। সেই সময়ই একাধিক বার জঙ্গলমহল ইস্যুটিও সামনে এসেছে। এবার স্পষ্ট করেই সেই দাবি তুললেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এ প্রসঙ্গে তিনি বলেন, ''এ ব্যাপারে আমি কেন্দ্রের কাছে দাবি জানাব।'' সোমবার বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এভাবেই রাজ্য ভাগের পক্ষে সওয়াল করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
advertisement
advertisement
সৌমিত্র খাঁ এদিন বলেন, ''আমাদের এলাকার বালি, পাথর নিয়ে কলকাতায় বাবুদের বাড়ি গড়ে তোলা হচ্ছে। আর বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও আসানসোল জেলার স্থানীয় মানুষেরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন। বাঁকুড়া, পুরুলিয়ার মানুষেরা চাকরি পাচ্ছে না।''
advertisement
এরপরই সৌমিত্রের সংযোজন, ''এই অবস্থায় রাঢ়বঙ্গকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখার কোনও মানে হয় না। তাই রাঢ় বাংলাকে আলাদা রাজ্য করার কথা চিন্তা ভাবনা করা প্রয়োজন।'' সাংসদ সৌমিত্র খাঁ এদিন বলেন, ''বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও আসানসোলকে নিয়ে আলাদা জঙ্গলমহল রাজ্য গঠিত হলে আমরা এই এলাকার মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারব।''
advertisement
যদিও সৌমিত্রের দাবি নিয়ে তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, ‘‘এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। বিজেপি রাজ্য ভাগ করার পক্ষে। বিজেপি অনেকদিন ধরেই এ রাজ্যকে ভাগ করার চক্রান্ত করছে। বিজেপি নেতারাও যাই বলুক, জঙ্গলমহলের মানুষ চান না রাজ্য ভাগ হোক।''
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saumitra Khan: আলাদা জঙ্গলমহল রাজ্য! BJP সাংসদ সৌমিত্রের মন্তব্যে তোলপাড়, কেন এই দাবি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement