saumitra khan sujata mondal: 'সন্ধ্যা সাতটার পর...' সৌমিত্রের বিরুদ্ধে বিস্ফোরক সুজাতা! মহিলাদের কাছে বিশেষ আবেদন

Last Updated:

saumitra khan sujata mondal: সুজাতা মণ্ডলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৌমিত্র খাঁকে প্রশ্ন করতে তিনি বিষয়টি নিয়ে এড়িয়ে যান।

বিষ্ণুপুর: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে বেলাগাম আক্রমণ সুজাতা মণ্ডলের। আগামী পাঁচ বছর মহিলাদের সুরক্ষিত থাকতে হলে সৌমিত্রকে ভোট না দেওয়ার আবেদন সুজাতার। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল বেলাগাম ভাষায় আক্রমণ করেন তার প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সাংসদ সৌমিত্র খাঁকে।
তিনি মঞ্চ থেকে এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন “আপনাদের এখানকার লম্পট চরিত্রহীন মাতাল ধান্দাবাজ মেয়ে নিয়ে পড়ে থাকা সাংসদ আবার টিকিট পেয়েছে আপনারা জানেন।” নাম না করে সম্প্রতি ভয়েস রেকর্ড ভাইরাল হওয়া বিজেপি নেতা নীরজ কুমারের সুরে সুর মিলিয়ে সাংসদকে সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহানের সঙ্গে তুলনা করেন। এবং এলাকার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ”আপনাদের যদি মনে হয় আগামী পাঁচটা বছর ঘরের মা-বোনেদের সম্মান সুরক্ষা রাখবেন তো মহিলাদের কাছে আমার আবেদন ওই লম্পট চরিত্রহীন সাংসদকে বিজেপির প্রার্থীকে একটা ভোটও দেবেন না। ভোট চাইতে এলে জিজ্ঞাসা করবেন পাঁচ কোটি টাকা করে তো অ্যালটমেন্ট হয় এমপি ল্যাডে, দশ কোটি টাকা তো খরচ করেছ বলছে, বাকি ১৫ কোটি টাকা কোথায় গেল? আর ওই ১০ কোটির হিসাবটাও নেবেন কোথায় খরচা করেছে কোন মহিলাদের নিয়ে হোটেলে থাকতে গিয়ে খরচ গেছে আর কত টাকা গেছে বোতলের পেছনে লাল জলের পেছনে।”
advertisement
advertisement
তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ”সন্ধ্যে সাতটার পর আপনারা ওই লম্পট খাঁ-কে ফোনে পান? সুস্থ অবস্থায় পান? কারণ সন্ধ্যা সাতটার পর সাংসদকে আর পাওয়া যায় না। তাই এই লম্পটকে আপনাদেরকে যোগ্য জবাব দিয়ে এই বিষ্ণুপুরের পবিত্র মাটি থেকে ছুড়ে ফেলা অঙ্গীকার নিতে হবে।”
advertisement
সুজাতা মণ্ডলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৌমিত্র খাঁকে প্রশ্ন করতে তিনি বিষয়টি নিয়ে এড়িয়ে যান। তিনি বলেন, ”ওটা কি বলেছে জানি না, ওটা কোন নেত্রী নয়, আমি কিছু জানি না।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
saumitra khan sujata mondal: 'সন্ধ্যা সাতটার পর...' সৌমিত্রের বিরুদ্ধে বিস্ফোরক সুজাতা! মহিলাদের কাছে বিশেষ আবেদন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement