Tapas Roy: তাপস রায়ের মান ভাঙাতে বাড়িতে ব্রাত্যরা! বেরিয়ে 'ইঙ্গিতপূর্ণ' মন্তব্য কুণালের! কী বললেন?

Last Updated:

Tapas Roy:তাপস রায়কে বোঝাতে সকাল সকাল তাঁর বাড়িতে হাজির বরানগর পুরসভার কাউন্সিলররা। তৃণমূলের তরফে চেষ্টা করা হলেও, নিজের অবস্থান বদল করেননি তাপস রায়।

তাপস রায়কে বোঝাতে সকাল সকাল তাঁর বাড়িতে হাজির বরানগর পুরসভার কাউন্সিলররা। তৃণমূলের তরফে চেষ্টা করা হলেও, নিজের অবস্থান বদল করেননি তাপস রায়।
তাপস রায়কে বোঝাতে সকাল সকাল তাঁর বাড়িতে হাজির বরানগর পুরসভার কাউন্সিলররা। তৃণমূলের তরফে চেষ্টা করা হলেও, নিজের অবস্থান বদল করেননি তাপস রায়।
কলকাতা: তাপস রায়কে বোঝাতে সকাল সকাল তাঁর বাড়িতে হাজির বরানগর পুরসভার কাউন্সিলররা। তৃণমূলের তরফে চেষ্টা করা হলেও, নিজের অবস্থান বদল করেননি তাপস রায়। এমনটাই তৃণমূল সূত্রে খবর। প্রায় ১ ঘণ্টা তাপস রায়ের সঙ্গে বৈঠকে ছিলেন কুণাল-ব্রাত্য। কিন্তু বেরিয়ে তাঁরা জানান, মত বদলাতে রাজি নন তাপস রায়।
কুণাল ঘোষ এদিনের সাক্ষাৎকারের পরে বলেন, “দুলহে রাজা না জনি লিভার! আপনি কোন দিকে। আমি দলের নেতা ও ভাই হিসাবে যা যা বলার বোঝানোর আমি বলেছি। উনি কী সিদ্ধান্ত নেবেন তা আমি জানি না। আমার তরফে সব কথা বলা হয়েছে। ওঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার। আমি তাই এসেছি। আমি চাইব দাদা দলে থাকুন।”
advertisement
অন্যদিকে মন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের বলেন, “তাপস রায় এখনও আমার দলীয় সতীর্থ ও সহকর্মী। উনি এখনও তৃণমূল কংগ্রেস করেন। আমিও এখনও তৃণমূল কংগ্রেস করি। তাই দেখা করতে এসেছি। বাকি জল্পনা আপনাদের।”
advertisement
বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু বলেন, “আমরা চেষ্টা করছি। আমি সব কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এসেছে। আমাদের উনি কিছু বলেননি। আমাদের সঙ্গে ওনার যোগাযোগ আছে। উপর মহলের ব্যাপার। উনি যা নিয়ে অভিযোগ করছেন। আমাদের এই বিষয়ে অনুপ্রবেশ করা ঠিক হবে না। তবে ওঁর একটা অভিমান আছে। ইডি রেইডের পরে। বরানগরের গরিষ্ঠ সংখ্যক দলের কর্মীরা চান উনি থাকুন।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tapas Roy: তাপস রায়ের মান ভাঙাতে বাড়িতে ব্রাত্যরা! বেরিয়ে 'ইঙ্গিতপূর্ণ' মন্তব্য কুণালের! কী বললেন?
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement