Satabdi Roy: ৭ জুনের পর হবে সেই বৈঠক, বীরভূম নিয়ে বড় দাবি তুললেন শতাব্দী রায়! তীব্র শোরগোল
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Satabdi Roy: যাত্রী সুবিধার্থে সিউড়ি, রামপুরহাট, মুরারই ও নলহাটি রেল স্টেশনের জন্য বেশ কিছু দাবি বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের।
বীরভূম: যাত্রী সুবিধার্থে সিউড়ি, রামপুরহাট, মুরারই ও নলহাটি রেল স্টেশনের জন্য বেশ কিছু দাবি জানালেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে এই মর্মে বুধবার তিনি চিঠি দিলেন। চিঠিতে সেই এলাকার যাত্রী সাধারণের যে দাবি তা তুলে ধরেছেন সাংসদ। রেলের কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য শতাব্দী রায় জানান, এই দাবিগুলি ইতিমধ্যে স্ট্যান্ডিং কমিটিতে পেশ করা হয়েছে। জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। আগামী ৭ জুনের পরে দু জনের সুবিধা মত সময়ে দাবি গুলি নিয়ে আমি জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক বসে আলোচনা করতে চাই।
সিউড়ি রামপুরহাট মুরারই থেকে যাত্রীরা সাংসদের কাছে রেলের যাত্রী সুবিধা নিয়ে নানা দাবি জানান।সিউড়ি স্টেশনে দিঘা-মালদা,বনাঞ্চল এক্সপ্রেস,কামাক্ষ্যা- ব্যাংগালোর,চেন্নাই-এনজিপি ট্রেনগুলির সিউড়ি স্টেশনে স্টপেজের দাবি জানান। সাংসদ চিঠিতে লেখেনে, যেহেতু জেলা সদর, তাছাড়া এলাকার অনেকেই এখান থেকে দূরপাল্লার ট্রেনে যাতায়ত করতে চান, তাই এই সুবিধা দেওয়া উচিত।
advertisement
advertisement
করোনার কারণে আসানসোল- মালদা টাউন ট্রেনটি ফের প্রতিদিন চালানোর দাবি করেন।পাশাপাশি সিউড়ি স্টেশনে রেলের পরিচ্ছন্নতার জন্য একটি সার্ভিসিং সেন্টার খোলার কথা জানান। রামপুরহাটে বহু যাত্রী তারা মায়ের জন্য তারাপীঠে আসেন। তাই যাত্রী ভিড় সামাল দিতে যাত্রী পরিষেবা আরো বাড়ানোর দাবি করেন। বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনকে করোনা স্পেশ্যাল করে তার ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। ফের তাকে আগের মতই ফাস্ট প্যাসেঞ্জারে ফিরিয়ে আনার দাবি জানান।
advertisement
আরও পড়ুন: জেলে বসেই শুনলেন চরম দুঃসংবাদ, জীবনকৃষ্ণের জীবনে মারাত্মক ঘটনা! ধুলোয় মিশে গেল প্রিয় জায়গা
বন্ধ থাকা বারানসী শিয়ালদহ ট্রেনটি ফের চলাচল শুরু করুক।বন্দে ভারত ট্রেনের স্টপেজ করা হোক রামপুরহাটে।শতাব্দী এক্সপ্রেস রামপুরহাটের যাত্রীদের কথা ভেবে স্টপেজ দিক।একইভাবে কুলিক এক্সপ্রেস ও যে এম পি – হাওড়া এক্সপ্রেসের স্টপেজের দাবি জানান।নলহাটিতে নলহাটিতে একইভাবে উত্তরবঙ্গ ও গৌড় এক্সপ্রেসের স্টপেজের দাবি জানান হয়। পূর্বরেলের জি এমকে সাংসদ জানান, আসানসোল সিউড়ি মালদা গামী বাসের ভাড়া অত্যধিক বেশি।তাই সাধারণ যাত্রী সুবিধার্থে ফের আগের ট্রেনটি চালু করা হোক। সঙ্গে সিউড়ি শিয়ালদহ ট্রেনের পরিচ্ছন্নতা বজায় রাখা হোক।
advertisement
—Subhadip Pal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2023 2:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Satabdi Roy: ৭ জুনের পর হবে সেই বৈঠক, বীরভূম নিয়ে বড় দাবি তুললেন শতাব্দী রায়! তীব্র শোরগোল








