Satabdi Roy: টার্গেট ১২! কোটি কোটি টাকা খরচ করে বীরভূমবাসীর জন্য বড় কাজের উদ্যোগ শতাব্দী রায়ের, জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Satabdi Roy: কয়েক কোটি টাকা খরচ করে চলতি বছর তৈরি হবে যাতায়াতের পথ, জানুন বিস্তারিত।
বীরভূম: বীরভূম জেলার সাংসদ শতাব্দী রায় তাঁর সংসদীয় এলাকায় ১২টি রাস্তার সংস্কার নিয়ে বিশেষ বৈঠক করেন। বীরভূম জেলার সার্কিট হাউসের এই বৈঠকে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা।
প্রাথমিক ভাবে জানা যায়, ওই ১২টি রাস্তা সংস্কার ও তৈরির ক্ষেত্রে খরচ প্রায় আনুমানিক ৫০ কোটি টাকার কাছাকাছি। এক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু কাজ শুরুর অপেক্ষা।
আরও পড়ুন: বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতেই মুখ খুললেন স্ত্রী, ‘আমি মনে রাখব চোখের জল’, লিখলেন অনুষ্কা…
জানা যায়, বীরভূমের সংসদীয় এলাকায় প্রায় ৯৪.২২ কিলোমিটার রাস্তার কাজ হবে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ রাস্তা রয়েছে দুবরাজপুর ব্লকে।এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার। এই ব্লকের আরও একটি রাস্তাও তালিকায় রয়েছে। এর পাশাপাশি বীরভূম জেলার সদর শহর সিউড়ি-১ ও ২ ব্লকের দু’টি রাস্তা, সাঁইথিয়ার একটি, রামপুরহাট-২ ব্লকের প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা, মুরারই-১ ও ২ ব্লকের পৃথক দু’টি রাস্তা, নলহাটি-১ ও ২ ব্লকের দু’টি রাস্তা, খয়রাশোলের সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ রাস্তা সেই তালিকায় রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘কাশ্মীরে বাবাকে প্রথমে অপহরণ করে হিজবুল জঙ্গিরা, পরে নৃশংস খুন’! আজও দগদগে স্মৃতি ‘শহিদ সন্তান’ বলিউড নায়িকার, কে জানেন?
বৈঠক শেষে বীরভূম জেলা সাংসদ শতাব্দী রায় জানান, ‘আমার সংসদীয় এলাকায় ১২টি রাস্তার কাজ শুরু হতে চলেছে। চলতি বছর ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়াও আর কোনও রাস্তা সংস্কার ও নতুন করে তৈরির প্রয়োজন রয়েছে কী না, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।’ তবে বীরভূমের সংসদীয় এলাকার পাশাপাশি বোলপুর সংসদীয় এলাকাতেও একাধিক রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2025 6:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Satabdi Roy: টার্গেট ১২! কোটি কোটি টাকা খরচ করে বীরভূমবাসীর জন্য বড় কাজের উদ্যোগ শতাব্দী রায়ের, জানুন