Saraswati Puja:অভিনব উদ্যোগ বর্ধমানে, বাংলা মন্ত্রে বাগদেবীর অঞ্জলি দিল পড়ুয়ারা

Last Updated:

সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে সরস্বতী পুজো। অঞ্জলিও হল বাংলা ভাষায়

News18
News18
বর্ধমান: বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে সরস্বতী পুজো হল পূর্ব বর্ধমানের মশাগ্রামের  সারদা মিশন শিক্ষণ মন্দিরে। এই বছর দেবী সরস্বতীর আরাধনায় ব্যতিক্রমী ভাবনা এই বিদ্যালয়ে। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে সরস্বতী পুজো। অঞ্জলিও হল বাংলা ভাষায়।
বাংলা, নিজের মাতৃভাষায় অঞ্জলি দিতে পেরে খুশি পড়ুয়ারা। তারা জানায়, এতদিন সংস্কৃতে মন্ত্রের মানে বুঝতে পারত না, কিন্তু এবার প্রতিটা শব্দের প্রকৃত অর্থ বুঝতে পারল। সোমবারই বাংলা মন্ত্রের বইটি প্রকাশিত হয়। স্কুলের শিক্ষক এবং লেখক মারুত কাশ্যপ বইটি লিখেছেন।
পূর্ব বর্ধমানের সারদা মিশন মন্দিরে এ’বছরের সরস্বতী পুজোয় অভিনব প্রয়াস, সম্পূর্ণ বাংলা মন্ত্রে হল বাকদেবীর আরাধনা। ‘সম্পূর্ণ বাংলায় শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি’ বইটি লিখেছেন কবি ও চিত্রকর মারুত কাশ্যপ। বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পবিত্র সরকার ও অংশুমান কর এবং অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে বাংলা মন্ত্রে দেবী আরাধনার প্রথম পুজো অর্চনা করেন কবি-আবৃত্তিকার যা এই বিদ্যালয়ের কুড়ি বছরের ইতিহাসে আর একটি নয়া পালক।
advertisement
advertisement
শিক্ষাবিদ পবিত্র সরকার মারুত কাশ্যপের প্রচেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ” আমি কোনও ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী নই। কিন্তু বাংলা ভাষাগত ও কাব্যগুণে বইটি পড়ে এবং পাঠ শুনে মন ভরেছে। অনূদিত  হলেও সংস্কৃত মন্ত্রের মূলধারা ও মাধুর্য ক্ষুন্ন হয়নি, বরং আরও কাব্যিক হয়েছে। এমন প্রচেষ্টা বাংলা ভাষা চর্চার ক্ষেত্র ছাড়াও সমাজে একটি প্রগতিশীল প্রভাব ফেলবে।” লেখক অংশুমান কর বলেন, ” কাজটি সত্যিই অভিনব। মারুতের এই পরিশ্রমকে সাধুবাদ দিতে হয়, এই  কাজটি শুধুমাত্র মন্ত্রের বাংলা অনুবাদ নয়, কাব্যগুণেও অনবদ্য।” মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও অধ্যক্ষ চন্দন সাধুখাঁ বইটি প্রকাশের পর বলেন, ”এই বইটি প্রকাশ করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ” বাংলা মন্ত্র উচ্চারণে প্রথম পূজা অর্চনায় পৌরহিত্য করেন কবি জয় ভট্টাচার্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja:অভিনব উদ্যোগ বর্ধমানে, বাংলা মন্ত্রে বাগদেবীর অঞ্জলি দিল পড়ুয়ারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement