Saraswati Puja 2024: সরস্বতী বন্দনার আগে অভিনব উপহার শহরকে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
আলোরদিশার সদস্য বাপি দে সূত্রধর বলেন, আমাদের কাছে এটাই আসল সরস্বতী পুজো। যারা বঞ্চিত তাঁদের জন্য আমরা সপ্তাহে দুটো দিন বের করতেই পারি
বাঁকুড়া: বাগদেবীর বন্দনার ঠিক আগে বাঁকুড়া শহরের জন্য একটি ছোট্ট উপহার। পড়াশোনার প্রথম ধাপ অক্ষর পরিচয়। অক্ষর পরিচয় সঠিকভাবে না হলে দু’লাইন পড়তেও হিমশিম খেতে হয়। আর্থিক সক্ষমতা যাদের রয়েছে তাঁরা সন্তানদের টিউশনি অথবা ভাল কোচিং সেন্টারে ছোট থেকে পড়িয়ে এই ভিতটা ভালভাবে গড়ে তুলতে পারেন। তবে পিছিয়ে যায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলি। সেই কারণেই বাঁকুড়ার ৪ নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধ হাঁড়িপাড়ায় ‘আলোরদিশা কর্মযোগ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ক্লাব ঘরে খোলা হল বিনামুল্যের কোচিং সেন্টার। এ যেন সরস্বতী পুজোর আগের উপহার।
আলোর দিশার সদস্য বাপি দে সূত্রধর বলেন, আমাদের কাছে এটাই আসল সরস্বতী পুজো। যারা বঞ্চিত তাঁদের জন্য আমরা সপ্তাহে দুটো দিন বের করতেই পারি। সবার সামর্থ্য থাকে না টাকা খরচ করে পড়ার। তাঁদের জন্যেই এই উদ্যোগ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রবিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার এই তিনদিন বিকেলে এখানে পড়ানো হবে। সংগঠনের সঙ্গে যুক্ত ৬-৭ জন শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে কেউ সুপ্রতিষ্ঠিত চিকিৎসক আবার কেউ পেশাগতভাবেও শিক্ষক। তাছাড়াও স্থানীয়দের মধ্যে কয়েকজন এগিয়ে এসেছেন পড়ানোর জন্য।বিনামূল্যের এই পাঠশালায় প্রায় ১০০ জন পড়তে পারবেন। নেই কোনও বয়সসীমা, পড়তে পারেন যে কেউ। সংগঠনের সহ সম্পাদক অভিজিৎ মণ্ডল বলেন, আমরা এই পাঠশালার মাধ্যমে প্রাথমিক অক্ষর জ্ঞান, রিডিং পড়া এগুলি শিখিয়ে দেব। তারপরেও যদি কেউ পড়তে চান তাহলে আমরা বাঁকুড়ার স্থানীয় শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে আরও পড়ার ব্যাবস্থা করে দেব।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2024 3:09 PM IST