ঠিক যেন সিনেমা! ভুয়ো ওয়েবসাইট বানিয়ে দিনের পর দিন এভাবেই চলে বালিপাচার
- Published by:Suvam Mukherjee
- Written by:Saradindu Ghosh
Last Updated:
বহু কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে চলছিল বালি চুরি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে পুলিশি তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
#পূর্ব বর্ধমান: বর্ধমানে প্রকাশ্যে বহু কোটি টাকার দুর্নীতি। জাল চালান তৈরি করে চলছিল বালির চোরা কারবার। বহু কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে চলছিল বালি চুরি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে পুলিশি তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
সরকারি ওয়েব পেজের আদলে নতুন ওয়েব পেজ তৈরি করে জাল চালান বানিয়ে চলছিল বালি পাচার। ভুয়ো চালান তৈরি করে বালির কারবার চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।
এই চক্রের সঙ্গে আরও মাথা জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। ঘটনার গভীরে যেতে ধৃতদের বিস্তারিত জেরা করছে পুলিশ। বালি পরিবহণের জন্য বৈধ চালান লাগে। এখানে জাল চালানের সঙ্গে দেওয়া হচ্ছিল ভুয়ো ওয়েব পেজের কিউআর কোডের লিঙ্ক।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, মূলত দুটি উপায়ে চালান জাল করা হতো।বালির চালান সঠিক কিনা সেটা জানার জন্য চালানের মধ্যে কিউআর কোড থাকে। তা স্ক্যান করলেই সরকারি ওয়েবসাইট http:// mdtcl.wb.gov.in এর পেজ খুলে যাবে। তা দেখেই চালানটি সঠিক কিনা, তা যাচাই করা হয়ে থাকে।
এক্ষেত্রে পুলিশ ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের চোখে ধুলো দিতে সরকারি ওয়েবসাইটের আদলে প্রতারকরা http:// mdtcl.wb-gev.in নামে ওয়েব সাইট খুলেছিল। জাল চালানের জন্য কিউআর কোড এই ভুয়ো ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করা থাকত। ফলে আধিকারিকরা কিউআর কোড স্ক্যান করলেই সহজেই সরকারি ওয়েবসাইটের আদলে ওয়েবপেজটি খুলে যেত। ফলে সরকারি ও জাল ওয়েবপেজের মধ্যে পার্থক্য সহজে করতে পারতেন না সরকারি আধিকারিকররা।
advertisement
এছাড়াও আসল চালান স্ক্যান করে সেই চালানে গাড়ির নম্বর, সময়, নাম পরিবর্তন করে আপলোড করা হত। চালানে থাকা কিউআর কোডের লিঙ্কটি আপলোড করা ইমেজের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হত। ফলে কিউআর কোড স্ক্যান করলেই আপলোড করা এডিটেড ইমেজটি খুলে যেত। যেখানে সরকারি ওয়েবপেজের নামও থাকত। ফলে দ্বিতীয় উপায়ে চোখে ধুলো দিয়ে এডিটেড করা জাল চালান দেখিয়ে বালি পাচার করা হত।
advertisement
এভাবেই পুলিশ ও রাজস্ব দফতরের আধিকারিকদের চোখে ধুলো দিয়ে চলত বালি চুরির রমরমা কারবার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের খেজুরহাটি থেকে লায়েক আজহারউদ্দিন নামে একজনকে গ্রেফতার করে।
advertisement
তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪টে মোবাইল সহ বেশ কয়েকটি ভুয়ো চালান বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের সন্ধান পেতে পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 4:43 PM IST