স্যালাইন খুলতেও চাইছে টাকা, বেনজির অভিযোগ রাজ্যের এই সরকারি হাসপাতালে
- Published by:Suvam Mukherjee
- Written by:Saradindu Ghosh
Last Updated:
ঘটনাকে কেন্দ্র করে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
#বর্ধমান: রোগীর হাতে স্যালাইন চ্যানেল খুলতেও এবার টাকা চাইল স্বাস্থ্যকর্মী। টাকা দিতে অস্বীকার করায় রোগীকে সেই চ্যানেল সহ বাড়ি যেতে বলা হয়। এমনই অভিযোগ উঠেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে।বর্ধমান শহরের খাগড়াগড় পূর্ব পাড়ার বাসিন্দা রাজু খানকে বুধবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক ওই রোগীকে ছুটি দেন। কাগজপত্র ঠিক হওয়ার পর বাবাকে নিয়ে বেরতে গিয়ে ছেলে ফারিয়াজ খান লক্ষ্য করেন রোগীর হাতে স্যালাইনের চ্যানেল খোলা হয়নি। তখনই সেই কাজের জন্য টাকা চাওয়া হয় বলে অভিযোগ। সিবিএস মেল ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে।
advertisement
ফারিয়াজ বলেন, "বাবার হাতে থাকা স্যালাইনের চ্যানেলটি খুলে দেওয়ার জন্য সেখানে থাকা স্বাস্থ্যকর্মীদের বলি। তখন তাঁদের মধ্যে একজন আমার কাছে টাকা চায়। টাকা না দিলে চ্যানেল খোলা হবে না বলে জানায় ওই কর্মী। আমি গরীব মানুষ। এত টাকা দিতে পারব না বলে জানাই। তখন আমাকে বলে তাহলে নিজেরাই খুলে নাও। নয় তো ওইভাবেই বাবাকে বাড়ি নিয়ে যাও।"
advertisement
advertisement
এর পর ফারিয়াজ হাসপাতাল সুপারের অফিসে গিয়ে ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ জানান। সহকারী সুপার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে তৎপর হন। নার্সিং সুপারকে নির্দেশ দেওয়া হয় ওই ওয়ার্ডে কর্তব্যরত নার্স বা চিকিৎসককে দিয়ে চ্যানেলটি খুলে দেওয়ার জন্য। এর পর রাজু খানের হাতের চ্যানেল খুলে দেওয়া হয়।
advertisement
হাসপাতাল সুপার তাপস ঘোষ জানান, সহকারী সুপার ঘটনার তদন্ত করছেন। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে। কেউ টাকা দাবি করে থাকলে তাকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 4:05 PM IST