South 24 Parganas News: সুন্দরবনকে রক্ষার আর্তি ফুটে উঠল বালিতে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলির বিভিন্ন জলজ জীবের অস্তিত্ব ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেগুলি দেখতে এখন সংরক্ষিত এলাকায় যেতে হয়। আর তাই উদ্যোক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্যকে রক্ষা করার বার্তা দিয়ে এই বালি ভাস্কর্য তৈরি করছেন
দক্ষিণ ২৪ পরগনা: পরিবেশ রক্ষার তাগিদে বকখালিতে বালির ভাস্কর্য তৈরি করছেন শিল্পীরা। প্রায় ৪০ জন নবীন ও প্রবীন শিল্পী মিলে এই বালি ভাস্কর্য তৈরির কাজে হাত লাগিয়েছিলেন।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলির বিভিন্ন জলজ জীবের অস্তিত্ব ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেগুলি দেখতে এখন সংরক্ষিত এলাকায় যেতে হয়। আর তাই উদ্যোক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্যকে রক্ষা করার বার্তা দিয়ে এই বালি ভাস্কর্য তৈরি করছেন। আন্তর্জাতিক শিল্পীগোষ্ঠী ‘আর্ট উইন্ড’ এই উদ্যোগ নিয়েছে। তাদের উদ্যোগে শুরু হয়েছে ‘বকখালি আর্ট কার্নিভাল ২০২৩’।
advertisement
advertisement
এখানে ফেশ আর্ট, স্যান্ড আর্ট, ইনস্টলেশন আর্ট এবং আর্ট রিলেটেড ফিল্ম শো হয়।পরিবেশকে রক্ষা করার বার্তা দিয়ে বকখালিতে তৈরি করা হয় এই বালি ভাস্কর্য। একদল উদীয়মান যুবক-যুবতী এই কাজে হাত লাগিয়েছিলেন। প্রথমে বালির চরিত্র বিশ্লেষণ করে একটি জায়গাকে চিহ্নিত করা হয়। এরপর সেখানকার বালির সঙ্গে জল ও আঠা মিশিয়ে এই ভাস্কর্য তৈরি করা হয়েছিল। এই পদক্ষেপের মাধ্যমে সকলের কাছে নদী ও সমুদ্র দূষণ রোধ সংক্রান্ত বার্তা ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করার বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে উদ্যোক্তাদের ধারণা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 6:59 PM IST