Bakkhali Sea: বকখালি সৈকতে বিশালাকার কাঁকড়া, মাছ ও সাপ! হচ্ছেটা কী?

Last Updated:

Bakkhali Sea: বছর শেষে বকখালি সি বিচে দেখা যাচ্ছে বিশালাকার কাঁকড়া, শামুক, ঝিনুক, মাছ ও সাপ সহ একাধিক প্রাণী। তবে সেগুলি জীবন্ত নয়। তৈরি হয়েছে বালু ভাস্কর্যের মাধ্যমে। 

+
বালু

বালু ভাস্কর্য 

বকখালি: বছর শেষে বকখালি সি বিচে দেখা যাচ্ছে বিশালাকার কাঁকড়া, শামুক, ঝিনুক, মাছ ও সাপ সহ একাধিক প্রাণী। তবে সেগুলি জীবন্ত নয়। তৈরি হয়েছে বালু ভাস্কর্যের মাধ্যমে। পরিবেশ রক্ষার তাগিদে বকখালিতে এই বালু ভাস্কর্য তৈরি করছেন শিল্পীরা। প্রায় ৩০ জন নবীন ও প্রবীন শিল্পী এই বালু ভাস্কর্য তৈরির কাজে হাত লাগিয়েছিলেন। এই কর্মসূচির বার্তা ছিল “এখন সময় পরিবেশের জন্য।”
আরও পড়ুনঃ ১০ দিনে ইউরিক অ্যাসিড শরীর থেকে ছেঁকে বের করবে! ‘এই’ ৫ খাবার খেলেই শরীর চাঙ্গা…হাড়ের ব্যথার শেষ…
সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে যে সমস্ত জলজ জীবের দেখা পাওয়ার কথা। সেগুলি সচারাচার আর দেখতে পাওয়া যায় না। সেগুলি দেখতে সংরক্ষিত এলাকায় যেতে হয়। সেজন্য উদ্যোক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্যকে রক্ষা করার বার্তা দিয়ে এই বালু ভাস্কর্য তৈরি করছেন।
advertisement
আন্তর্জাতিক শিল্পীগোষ্ঠী “আর্ট উইন্ড” দ্বারা আয়োজিত হয়েছিল “বকখালি আর্ট কার্নিভাল ২০২৪”। এবছর এখানে প্রায় ১০৬ ফুট স্যান্ড আর্ট তৈরি করা হয়েছে।পরিবেশকে রক্ষা করার বার্তা দিয়ে বকখালিতে তৈরি করা হয়েছিল এই বালু ভাস্কর্য। একদল উদীয়মান যুবক, যুবতী এই কাজে হাত লাগিয়েছিলেন। এবছর এই বালু ভাস্কর্য তৈরির জন্য বেছে নেওয়া হয়েছিল ফ্রেজারগঞ্জের কার্গিল বিচকে।
advertisement
advertisement
আর এবার সরাসরি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করার বার্তা দিয়ে এই বালু ভাস্কর্য তৈরি করা হয়েছে। বকখালিতে এই মুহূর্তে পর্যটকদের আনাগোনা বাড়ছে। পর্যটকদের সংখ্যা এখন অনেকটাই বেশি এখানে। এই সময়ে সকলের কাছে নদী ও সমুদ্র দূষণ সংক্রান্ত বার্তা ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করার বার্তা পৌঁছে দিতে এই ভাস্কর্য কাজ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali Sea: বকখালি সৈকতে বিশালাকার কাঁকড়া, মাছ ও সাপ! হচ্ছেটা কী?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement