Bakkhali Sea: বকখালি সৈকতে বিশালাকার কাঁকড়া, মাছ ও সাপ! হচ্ছেটা কী?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bakkhali Sea: বছর শেষে বকখালি সি বিচে দেখা যাচ্ছে বিশালাকার কাঁকড়া, শামুক, ঝিনুক, মাছ ও সাপ সহ একাধিক প্রাণী। তবে সেগুলি জীবন্ত নয়। তৈরি হয়েছে বালু ভাস্কর্যের মাধ্যমে।
বকখালি: বছর শেষে বকখালি সি বিচে দেখা যাচ্ছে বিশালাকার কাঁকড়া, শামুক, ঝিনুক, মাছ ও সাপ সহ একাধিক প্রাণী। তবে সেগুলি জীবন্ত নয়। তৈরি হয়েছে বালু ভাস্কর্যের মাধ্যমে। পরিবেশ রক্ষার তাগিদে বকখালিতে এই বালু ভাস্কর্য তৈরি করছেন শিল্পীরা। প্রায় ৩০ জন নবীন ও প্রবীন শিল্পী এই বালু ভাস্কর্য তৈরির কাজে হাত লাগিয়েছিলেন। এই কর্মসূচির বার্তা ছিল “এখন সময় পরিবেশের জন্য।”
আরও পড়ুনঃ ১০ দিনে ইউরিক অ্যাসিড শরীর থেকে ছেঁকে বের করবে! ‘এই’ ৫ খাবার খেলেই শরীর চাঙ্গা…হাড়ের ব্যথার শেষ…
সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে যে সমস্ত জলজ জীবের দেখা পাওয়ার কথা। সেগুলি সচারাচার আর দেখতে পাওয়া যায় না। সেগুলি দেখতে সংরক্ষিত এলাকায় যেতে হয়। সেজন্য উদ্যোক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্যকে রক্ষা করার বার্তা দিয়ে এই বালু ভাস্কর্য তৈরি করছেন।
advertisement
আন্তর্জাতিক শিল্পীগোষ্ঠী “আর্ট উইন্ড” দ্বারা আয়োজিত হয়েছিল “বকখালি আর্ট কার্নিভাল ২০২৪”। এবছর এখানে প্রায় ১০৬ ফুট স্যান্ড আর্ট তৈরি করা হয়েছে।পরিবেশকে রক্ষা করার বার্তা দিয়ে বকখালিতে তৈরি করা হয়েছিল এই বালু ভাস্কর্য। একদল উদীয়মান যুবক, যুবতী এই কাজে হাত লাগিয়েছিলেন। এবছর এই বালু ভাস্কর্য তৈরির জন্য বেছে নেওয়া হয়েছিল ফ্রেজারগঞ্জের কার্গিল বিচকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কেমন আছে জিনাত? চিকিৎসকরা নন, এবার মুখ্যমন্ত্রী যা বললেন, শুনে চমকে উঠবেন! কোথায় ফিরবে বাঘিনী?
আর এবার সরাসরি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করার বার্তা দিয়ে এই বালু ভাস্কর্য তৈরি করা হয়েছে। বকখালিতে এই মুহূর্তে পর্যটকদের আনাগোনা বাড়ছে। পর্যটকদের সংখ্যা এখন অনেকটাই বেশি এখানে। এই সময়ে সকলের কাছে নদী ও সমুদ্র দূষণ সংক্রান্ত বার্তা ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করার বার্তা পৌঁছে দিতে এই ভাস্কর্য কাজ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2024 5:43 PM IST