Tigress Zeenat Update: কেমন আছে জিনাত? চিকিৎসকরা নন, এবার মুখ্যমন্ত্রী যা বললেন, শুনে চমকে উঠবেন! কোথায় ফিরবে বাঘিনী?
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Tigress Zeenat Update: ওড়িশার সিমলিপালেই যাবে জিনাত। তবে চিকিৎসকদের থেকে পুরোপুরি ফিট সার্টিফিকেট পাওয়ার পরই জিনাতকে স্থানান্তর করা হবে। বাঁকুড়া থেকে জিনাতের সঙ্গেই ওড়িশার ফরেস্ট অফিসারেরা এসেছেন কলকাতায়।
advertisement
advertisement
রবিবার রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় করে কলকাতায় নিয়ে আসা হয় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীকে৷ এখনও আচ্ছন্ন ভাব পুরোপুরি কাটেনি বাঘিনী জিনাতের। মাঝে মাঝেই ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে। মাঝে মাঝে উঠে সামান্য খাবার (মাংস) খেয়েছে বাঘিনী জিনাত। মোটের উপর সুস্থ আছে বলেই জানাচ্ছেন আলিপুর চিড়িয়াখানার চিকিৎসকেরা।
advertisement
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘তিনজন ওয়াইল্ড লাইফের অভিজ্ঞ ডাক্তার, জু এর বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, এছাড়া বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ যাঁরা আছেন তাঁদেরকে এপয়েন্ট করা হয়েছে। যেহেতু আবারও তাঁকে তাঁর স্বাভাবিক বন্য জীবনে ফেরত পাঠাবার একটা ব্যাপার রয়েছে, তাই যাতে কোনরকম হিউম্যান বা চিড়িয়াখানা বাজু থেকে কোন রকম কন্টেমিনেশন বা কোন সংক্রমণ না হয় সেই দিকটায় করা নজর রাখা হয়েছে।’
advertisement