Tigress Zeenat Update: কেমন আছে জিনাত? চিকিৎসকরা নন, এবার মুখ্যমন্ত্রী যা বললেন, শুনে চমকে উঠবেন! কোথায় ফিরবে বাঘিনী?

Last Updated:
Tigress Zeenat Update: ওড়িশার সিমলিপালেই যাবে জিনাত। তবে চিকিৎসকদের থেকে পুরোপুরি ফিট সার্টিফিকেট পাওয়ার পরই জিনাতকে স্থানান্তর করা হবে। বাঁকুড়া থেকে জিনাতের সঙ্গেই ওড়িশার ফরেস্ট অফিসারেরা এসেছেন কলকাতায়।
1/7
ওড়িশার সিমলিপালেই যাবে জিনাত। তবে চিকিৎসকদের থেকে পুরোপুরি ফিট সার্টিফিকেট পাওয়ার পরই জিনাতকে স্থানান্তর করা হবে। বাঁকুড়া থেকে জিনাতের সঙ্গেই ওড়িশার ফরেস্ট অফিসারেরা এসেছেন কলকাতায়। রাজ্যের বনকর্তাদের সঙ্গে তাদের আলোচনা হবে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত।
ওড়িশার সিমলিপালেই যাবে জিনাত। তবে চিকিৎসকদের থেকে পুরোপুরি ফিট সার্টিফিকেট পাওয়ার পরই জিনাতকে স্থানান্তর করা হবে।বাঁকুড়া থেকে জিনাতের সঙ্গেই ওড়িশার ফরেস্ট অফিসারেরা এসেছেন কলকাতায়। রাজ্যের বনকর্তাদের সঙ্গে তাদের আলোচনা হবে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত।
advertisement
2/7
এখনও পর্যন্ত কোনও মেডিক‍্যাল বোর্ড গঠন করা হয়নি। আলিপুর পশু হাসপাতালের চিকিৎসকেরাই পর্যবেক্ষণে রেখেছেন জিনাতকে। আপাতত সে ভালই আছে। ব্রিডিং এর জন্য এবং সিমলিপালের বাঘেরা যাতে মেলামিক না হয়ে পড়ে সেটা ঠেকাতেই এই ধরনের বাঘগুলিকে মহারাষ্ট্র থেকে আনা হয়েছিল।
এখনও পর্যন্ত কোনও মেডিক‍্যাল বোর্ড গঠন করা হয়নি। আলিপুর পশু হাসপাতালের চিকিৎসকেরাই পর্যবেক্ষণে রেখেছেন জিনাতকে। আপাতত সে ভালই আছে। ব্রিডিং এর জন্য এবং সিমলিপালের বাঘেরা যাতে মেলামিক না হয়ে পড়ে সেটা ঠেকাতেই এই ধরনের বাঘগুলিকে মহারাষ্ট্র থেকে আনা হয়েছিল।
advertisement
3/7
রবিবার রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় করে কলকাতায় নিয়ে আসা হয় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীকে৷ এখনও আচ্ছন্ন ভাব পুরোপুরি কাটেনি বাঘিনী জিনাতের। মাঝে মাঝেই ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে। মাঝে মাঝে উঠে সামান্য খাবার (মাংস) খেয়েছে বাঘিনী জিনাত। মোটের উপর সুস্থ আছে বলেই জানাচ্ছেন আলিপুর চিড়িয়াখানার চিকিৎসকেরা।
রবিবার রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় করে কলকাতায় নিয়ে আসা হয় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীকে৷ এখনও আচ্ছন্ন ভাব পুরোপুরি কাটেনি বাঘিনী জিনাতের। মাঝে মাঝেই ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে। মাঝে মাঝে উঠে সামান্য খাবার (মাংস) খেয়েছে বাঘিনী জিনাত। মোটের উপর সুস্থ আছে বলেই জানাচ্ছেন আলিপুর চিড়িয়াখানার চিকিৎসকেরা।
advertisement
4/7
বাঘেদের সাধারণত প্রতিদিন খাবার দেওয়ার নিয়মও নেই। নিয়ম অনুযায়ী যেহেতু সে বন্যপ্রাণী এবং সে ধরা পড়েছে আবারো তাকে যদি আর স্বাভাবিক বন্য জীবনে ফিরিয়ে দেওয়ার উপায় থাকে তাহলে সেটাই করা হবে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাঘেদের সাধারণত প্রতিদিন খাবার দেওয়ার নিয়মও নেই।নিয়ম অনুযায়ী যেহেতু সে বন্যপ্রাণী এবং সে ধরা পড়েছে আবারো তাকে যদি আর স্বাভাবিক বন্য জীবনে ফিরিয়ে দেওয়ার উপায় থাকে তাহলে সেটাই করা হবে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
5/7
পশ্চিমবঙ্গের প্রধান বন সংরক্ষক বন্যপ্রাণী এবং প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন দেবল রায় (IFS) বলেছেন, ‘সিমলিপাল থেকে বিশেষজ্ঞ আধিকারিকরা প্রথম থেকে আমাদের সঙ্গে কো-অপারেট করেছেন। যেহেতু এটা তাদের জঙ্গলেরই প্রাণী। বিভিন্ন ইকুপমেন্ট এবং গাইডেন্স দিয়ে তারাও হেল্প করেছেন করছেন।’
পশ্চিমবঙ্গের প্রধান বন সংরক্ষক বন্যপ্রাণী এবং প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন দেবল রায় (IFS) বলেছেন, ‘সিমলিপাল থেকে বিশেষজ্ঞ আধিকারিকরা প্রথম থেকে আমাদের সঙ্গে কো-অপারেট করেছেন। যেহেতু এটা তাদের জঙ্গলেরই প্রাণী। বিভিন্ন ইকুপমেন্ট এবং গাইডেন্স দিয়ে তারাও হেল্প করেছেন করছেন।’
advertisement
6/7
তিনি আরও বলেন, ‘তিনজন ওয়াইল্ড লাইফের অভিজ্ঞ ডাক্তার, জু এর বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, এছাড়া বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ যাঁরা আছেন তাঁদেরকে এপয়েন্ট করা হয়েছে। যেহেতু আবারও তাঁকে তাঁর স্বাভাবিক বন্য জীবনে ফেরত পাঠাবার একটা ব্যাপার রয়েছে, তাই যাতে কোনরকম হিউম্যান বা চিড়িয়াখানা বাজু থেকে কোন রকম কন্টেমিনেশন বা কোন সংক্রমণ না হয় সেই দিকটায় করা নজর রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তিনজন ওয়াইল্ড লাইফের অভিজ্ঞ ডাক্তার, জু এর বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, এছাড়া বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ যাঁরা আছেন তাঁদেরকে এপয়েন্ট করা হয়েছে। যেহেতু আবারও তাঁকে তাঁর স্বাভাবিক বন্য জীবনে ফেরত পাঠাবার একটা ব্যাপার রয়েছে, তাই যাতে কোনরকম হিউম্যান বা চিড়িয়াখানা বাজু থেকে কোন রকম কন্টেমিনেশন বা কোন সংক্রমণ না হয় সেই দিকটায় করা নজর রাখা হয়েছে।’
advertisement
7/7
সন্দেশখালি থেকে ফিরে ডুমুরজলাতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ‘কাল যে বাঘটিকে বন কর্মীরা ধরেছেন সবাই একসঙ্গে, সেই বাঘটি ভাল আছে।’
সন্দেশখালি থেকে ফিরে ডুমুরজলাতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ‘কাল যে বাঘটিকে বন কর্মীরা ধরেছেন সবাই একসঙ্গে, সেই বাঘটি ভাল আছে।’
advertisement
advertisement
advertisement