Saheb Bandh: সাহেব বাঁধের জলে পুরুলিয়ার জলসঙ্কট দূর করার চেষ্টা

Last Updated:

Saheb Bandh: বর্তমানে সাহেব বাঁধ কচুরিপানায় পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে এই জল আর ব্যবহার করা যায় না। তবে সাহেব বাঁধের কচুরিপানা নির্মূলের কাজ শুরু হয়েছে। অনেকখানি পরিষ্কার হয়েও গিয়েছে সাহেব বাঁধের কচুরিপানা

+
সাহেব

সাহেব বাঁধ

পুরুলিয়া: গরমের দাপটে নাজেহাল অবস্থা দক্ষিণের বেশিরভাগ জেলার। ‌ সেই তালিকায় উপরের দিকেই আছে পুরুলিয়ার নাম। এমনিতেই গরমকাল শুরু হলেই এই জেলায় জল সঙ্কট তীব্র আকার ধারণ করে। ‌তীব্র গরমের কারণে পুরুলিয়া জেলার জলের প্রধান উৎস কাঁসাই নদীর জলস্তর অনেকখানি নেমে যায়। আর সেই কারণেই জল কষ্টে ভুগতে হয় জেলার মানুষদের।
যদিও এ বছর পুরুলিয়া পুরসভা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মানুষ জল কষ্টে না ভোগে। অন্তত পানীয় জলটুকু দেওয়ার চেষ্টা জোরকদমে চলছে। পুরুলিয়া শহরের অন্যতম জলাধার সাহেব বাঁধ। ‌এক সময় এই বাঁধ পুরুলিয়া শহরে জলের অন্যতম উৎস ছিল। কিন্তু বর্তমানে সাহেব বাঁধ কচুরিপানায় পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে এই জল আর ব্যবহার করা যায় না। তবে সাহেব বাঁধের কচুরিপানা নির্মূলের কাজ শুরু হয়েছে। অনেকখানি পরিষ্কার হয়েও গিয়েছে সাহেব বাঁধের কচুরিপানা। তাই পুরুলিয়া পুরসভা এই বাঁধের জল পুনরায় পানীয় জলের ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা শুরু করেছে।
advertisement
advertisement
এই বিষয়ে পুরুলিয়ার পুরপ্রধান নব্যেন্দু মাহালি বলেন, এই মুহূর্তে সাহেব বাঁধের জল ব্যবহারের উপযোগী নয়। তবে একটি এজেন্সি এই সাহেব বাঁধ নতুন করে সংস্কারের দায়িত্ব নিয়েছে। আগামী দিনে সাহেব বাঁধের জল সম্পূর্ণ পরিষ্কার করে পুনরায় এই বাঁধকে আগে রূপে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সাহেব বাঁধের জল যদি আবার আগের অবস্থায় ফিরে যায় তাহলে পুরুলিয়া শহরের জলের সমস্যা কিছুটা হলেও কমবে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saheb Bandh: সাহেব বাঁধের জলে পুরুলিয়ার জলসঙ্কট দূর করার চেষ্টা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement