Sagore Dutta Hospital: সাগর দত্তের মর্গে দেহ রাখতে ২২ হাজার দাবি সরকারি কর্মীর! অসহায় ছেলের পাশে দাঁড়ালেন বিধায়ক মদন মিত্র, উগড়ে দিলেন ক্ষোভ

Last Updated:

Sagore Dutta Hospital: এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, সরকারি হাসপাতালে এই ধরনের অর্থ দাবি অমানবিক ও লজ্জাজনক।

অসহায় পরিবার
অসহায় পরিবার
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ সাগর দত্ত হাসপাতালের মর্গে মৃতদেহ রাখতে ২২ হাজার টাকা চাওয়ার অভিযোগ! চাঞ্চল্যকর ঘটনায় সরকারি কর্মীকে আটক করল পুলিশ। বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্পণ রায়। তাঁর বছর সত্তরের বাবা অনির্বাণ রায় বার্ধক্যজনিত কারণে বাড়িতেই মারা যান। বাবার মৃত্যুতে বিশেষভাবে সক্ষম ছেলে অর্পণ বাড়ি থেকে কোনওরকমে অ্যাম্বুলেন্সে করে বাবার মৃতদেহ সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু সেখানেই যেন তাঁর জন্য অপেক্ষা করছিল এক ভয়াবহ অভিজ্ঞতা।
অভিযোগ, সাগরদত্ত হাসপাতালের মর্গে মৃতদেহ রাখা ও দেহ প্যাকিং করার জন্য হাসপাতালেরই এক সরকারি কর্মী আকাশ মল্লিক অর্পণ রায়ের কাছে ২২ হাজার টাকা দাবি করেন। প্রথমে অনুনয়-বিনয় করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অর্পণ। কিন্তু দাবি থেকে একচুলও না নড়ায় চরম অসহায় হয়ে তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করেন।
advertisement
আরও পড়ুনঃ সরস্বতী পুজোর আগে বিরাট অঘটন! কালনার বিগ বাজেট প্যান্ডেলে আগুন, মাথায় হাত ক্লাবের সদস্যদের
বিধায়কের নির্দেশে সঙ্গে সঙ্গে এলাকার তৃণমূল কর্মীরা সাগরদত্ত হাসপাতালে পৌঁছে অর্পণের পাশে দাঁড়ান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কামারহাটি আউটপোস্ট ও কামারহাটি থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখে অভিযুক্ত সরকারি কর্মী আকাশ মল্লিককে আটক করা হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, সরকারি হাসপাতালে এই ধরনের অর্থ দাবি অমানবিক ও লজ্জাজনক। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দালালচক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। অতীতে সেই অভিযোগে সরাসরি হস্তক্ষেপ করে হাসপাতাল চত্বরে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বিধায়ক মদন মিত্র। তা সত্ত্বেও ফের একই ধরনের অভিযোগ সামনে আসায় হাসপাতালের ভূমিকা নিয়েই বড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sagore Dutta Hospital: সাগর দত্তের মর্গে দেহ রাখতে ২২ হাজার দাবি সরকারি কর্মীর! অসহায় ছেলের পাশে দাঁড়ালেন বিধায়ক মদন মিত্র, উগড়ে দিলেন ক্ষোভ
Next Article
advertisement
West Bengal Weather Update: হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
  • হতে পারে শৈত্যপ্রবাহ

  • আরও শীত দক্ষিণের জেলায়

  • শীত স্থায়ী হবে অন্তত আরও পাঁচ দিন

VIEW MORE
advertisement
advertisement