হোম /খবর /দক্ষিণবঙ্গ /
তিন দলের ৩ রকম অভিযোগ! সাগরদিঘির ভোটের আপডেট জানুন

Sagardighi By Poll: তিন দলের ৩ রকম অভিযোগ! সাগরদিঘির ভোটের আপডেট জানুন

সাগরদিঘির ভোটের আপডেট জানুন

সাগরদিঘির ভোটের আপডেট জানুন

Sagardighi By Poll: সাগরদিঘি ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

  • Share this:

সাগরদিঘি: কড়া নিরাপত্তায় এদিন শুরু হয়েছে সাগরদিঘির উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব। সকাল থেকে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর আসতে শুরু করেছে। সাগরদিঘির হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের ২১০, ২১১ নম্বর বুথে ভোট কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

এদিন সকালে সাগরদিঘি বিধানসভার হোসেনপুর ২১০ ও ২১১ নং বুথে কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস বুথের ভেতরে প্রবেশ করায় এলাকায় উত্তেজনা। সাগরদিঘির সামসাবাদ হাই স্কুল ২০৮, ২০৯ নম্বর বুথে রাজ্যের পুলিশ ২০০ মিটারের মধ্যে অভিযোগ বিজেপির প্রার্থী দিলীপ সাহার। তিনি অভিযোগ করার পর রাজ্যের পুলিশ নিজে বাইরে বেরিয়ে যায়।

সাগরদিঘি ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বুথগুলিকে ভাগ করা হয়েছে ২২ টি সেক্টরে। থাকছে ২২ টি কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই থাকছে ক্যামেরা। হবে ওয়েব কাস্টিং। দিল্লি থেকে বুথে চলবে নজরদারি। নির্বাচনের জন্য ইতিমধ্যেই মোতায়েন হয়েছে ৩০ কোম্পানি সিএপিএফ। উপনির্বাচন ঘিরে টানটান উত্তেজনা সাগরদিঘিতে। জেলা প্রশাসন সূত্রে এও জানা গিয়েছে, পোষ্টাল ভোটার সংখ্যা ১৫৩২ জন। যার মধ্যে ৯৪০ জন পুরুষ ও ৫৯২ জন মহিলা রয়েছে। সার্ভিস ভোটার রয়েছেন ২৮৯ জন যার মধ্যে পুরুষ ২৮০ জন, মহিলা ৯ জন বলে জানা গিয়েছে।

সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনে ২৪৬টি বুথ রাখা হয়েছে। মোট পুলিশ ও সিভিল সেক্টর হচ্ছে ২২টি। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ জন। মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৫ জন।

আরও পড়ুন, সাগরদিঘিতে প্রেস্টিজ ফাইট! 'অবাধ ভোট হলে বিজেপির জয় নিশ্চিত', জানালেন শুভেন্দু
আরও পড়ুন, রাত পোহালেই সাগরদীঘি উপ নির্বাচন! থাকছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 

পাশাপাশি ১৮-১৯ বছরের ভোটার সংখ্যা ৬ হাজার ২৫১ জন, ৮০ বছরের ওপরে ভোটার সংখ্যা ২ হাজার ২৬৮ জন। সব থেকে নজরকাড়া ১০০ বছরের বেশি বয়সের ভোটার সংখ্যা হল ৮ জন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Sagardighi By Election