Sadak Suraksha Abhiyan: পথ নিরাপত্তার প্রচারে পথে প্রাথমিকের কচিকাঁচা! নিয়ম ভেঙে লজ্জিত আরোহীরা
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
Last Updated:
হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের গোলাপ ফুল দিয়ে পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করে তোলে
মায়াপুর: সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতা কর্মসূচির প্রচারে নামলো মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছাত্রীরা। মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতামূলক কর্মসূচির এক অভিনব প্রচারে নামল মায়াপুরের রাস্তায়। এদিন তারা হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের গোলাপ ফুল দিয়ে পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করে তোলে।
হেলমেট বিহীন আরোহীদের তারা বলে হেলমেট পরিধান করা শুধুমাত্র পুলিশের আইন বাঁচানোর জন্য নয়, নিজের সুরক্ষার পাশাপাশি পরিবারের সুরক্ষার কথাও তারা মনে করিয়ে দেয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মায়াপুর পুলিশ আউটপোস্টের অফিসার ইনচার্জ পঙ্কজ বৈরাগী মহাশয়।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরন সেখ বলেন দিনদিন রাস্তায় দুর্ঘটনা বেড়েই চলেছে।
advertisement
advertisement
মোটরবাইক আরোহীদের হেলমেট পড়া অত্যন্ত জরুরী। তাই প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের পথ নিরাপত্তার বিষয়ে সজাগ ও সচেতন করে তোলা খুবই প্রয়োজন। তাই এদিন আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এই সচেতনতামূলক প্রচার অভিযানে সামিল হয়ে সাধারণ পথ চলতি মানুষদের কাছে সেফ ড্রাইভ, সেভ লাইফ এর গুরুত্ব তুলে ধরছে।
আগামী দিনে এই ধরনের কর্মসূচিতে আমাদের বিদ্যালয় ছাত্র ছাত্রীরা আরো বেশি বেশি করে অংশগ্রহণ করবে। মায়াপুর পুলিশ আউটপোস্টের অফিসার ইনচার্জ পঙ্কজ বৈরাগী মহাশয় বলেন প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা পথ চলতি মানুষদের কাছে সেফ ড্রাইভ, সেভ লাইফ এর গুরুত্ব তুলে ধরছে ও সচেতন করে তুলছে। এটা সমাজের মানুষের কাছে ভালো বার্তা বহন করবে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2024 9:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: পথ নিরাপত্তার প্রচারে পথে প্রাথমিকের কচিকাঁচা! নিয়ম ভেঙে লজ্জিত আরোহীরা







