Makar Sankranti 2024: শীতকে বুড়ো আঙুল দেখিয়ে চলল ছাদে ছাদে পিকনিক! পৌষ সংক্রান্তিতে ঘুড়ির মেলায় মাতলো শহর

Last Updated:

কনকনে ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকে ঘুড়ি লাটাই হাতে বাড়ির ছাদে উঠেছিলেন বাসিন্দারা। দিনভর ছাদেই চলল পিকনিক।

শীতকে বুড়ো আঙুল দেখিয়ে ছাদেই পিকনিক! পৌষ সংক্রান্তিতে ঘুড়ির খেলায় মাতলো শহর
শীতকে বুড়ো আঙুল দেখিয়ে ছাদেই পিকনিক! পৌষ সংক্রান্তিতে ঘুড়ির খেলায় মাতলো শহর
পৌষ সংক্রান্তিতে ঘুড়ির মেলায় মাতলো বর্ধমান শহর। কনকনে ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকে ঘুড়ি লাটাই হাতে বাড়ির ছাদে উঠেছিলেন বাসিন্দারা। দিনভর ছাদেই চলল পিকনিক। সেই সঙ্গে চলল সাউন্ড বক্স বাজিয়ে নাচাগানা। সব মিলিয়ে উৎসবের মুডে পৌষ সংক্রান্তি কাটালো বর্ধমান শহরের বাসিন্দারা। অন্য অনেক জায়গাতেই তো বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো হয়। বর্ধমানের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন?
বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদের ছিল ঘুড়ি ওড়ানোর শখ। দেশ-বিদেশ থেকে নানা রঙের, নানা আকারের ঘুড়ি আনাতেন মহাতাব চাঁদ। কারিগরদের নিয়ে এসে ঘুড়ি তৈরি করানো হতো রাজবাড়িতে।
পৌষ সংক্রান্তির সকাল থেকে রাজবাড়ির ছাদে সপারিষদ ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠতেন বর্ধমানের মহারাজা মহাতাব চাঁদ। বন্ধু রাজা জমিদারদের আমন্ত্রণ জানানো হতো। সারাদিন ধরে চলত খানাপিনার সঙ্গে ঘুড়ি ওড়ানো। রাজা বা সেই রাজ আমল না থাক রয়েছে রাজবাড়ি। ঘুড়ি ওড়ানোর সেই প্রথা আজও পুরোমাত্রায় বজায় রয়েছে বর্ধমান শহরে।
advertisement
advertisement
এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তার ওপর তেমন হাওয়া ছিল না। কনকনে ঠান্ডা থাকলেও ঘুড়ি ওড়ানোর জন্য উত্তুরে হাওয়া খুঁজছিলেন অনেকেই। অনেক বেলায় কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তেমন তেজ ছিল না। তবে বেলায় মেঘ কাটার পর হাওয়া দিতেই ঘুড়ি উড়েছে শনশন করে।
advertisement
বর্ধমান শহরে ঘুড়ি ওড়ানো শুরু হয় মাসখানেক আগে থেকেই। পৌষ সংক্রান্তিতে তা শেষ হয়। এদিন বাড়ির ছাদে ছাদে ঘুড়ি ওড়ানোর হিড়িক দেখা যায়। আকাশে ওড়ে পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা সহ নানা রঙের নানা নামের ঘুড়ি। ছোট বড় নানা রঙের ঘুড়ির মধ্যে চলে কাটাকুটি খেলা। থেকে থেকে মাইকে আওয়াজ ওঠে ভোকাট্টা। রাজ আমল থেকেই এই পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর চল বর্ধমানে।
advertisement
ঘুড়ি বিক্রেতারা বলছেন, আগে কালীপুজোর পর অর্থাৎ শীতের শুরু থেকেই ঘুড়ি ওড়ানো শুরু হয়ে যেত। শেষ হতো এই পৌষ সংক্রান্তিতে। এখন মানুষের ব্যস্ততা বেড়েছে। ছোটদেরও এখন পড়াশোনার অনেক চাপ। তাই আগের তুলনায় এখন ঘুড়ি ওড়ানোর চল অনেকটাই কমেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Makar Sankranti 2024: শীতকে বুড়ো আঙুল দেখিয়ে চলল ছাদে ছাদে পিকনিক! পৌষ সংক্রান্তিতে ঘুড়ির মেলায় মাতলো শহর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement