Sadak Suraksha Abhiyan: পথ দুর্ঘটনা রুখতে পথে নামল স্কুল পড়ুয়ারা! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Sadak Suraksha Abhiyan: এবার কান্দি থানা এলাকায় অনুষ্ঠিত হল “সেফ ড্রাইভ সেভ লাইফ” পদযাত্রা।
মুর্শিদাবাদ: বর্তমানে শীতের কুয়াশা ও হেলমেট বিহীন অবস্থায় বাইক চালানোর কারণে নিত্যদিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনার সংখ্যা। তাই এবার কান্দি থানা এলাকায় অনুষ্ঠিত হল “সেফ ড্রাইভ সেভ লাইফ” পদযাত্রা। মূলত পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণমানুষকে সচেতন করতে এই পদযাত্রার আয়োজন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
সম্প্রতি, কান্দি থানার পুরন্দরপুর এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ যায় একজনের। ফলে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এবার মুর্শিদাবাদ জেলার পুরন্দরপুর থেকে ঘনশ্যামপুর পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করা হল স্কুলের ছাত্র ও ছাত্রীদের সহ গ্রামের বাসিন্দাদের নিয়ে। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ ও স্কুলের ছাত্র ছাত্রীরা।
advertisement
advertisement
পুলিশ কর্তাদের কথায়, প্রতিদিন বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। কখনও বেপরোয়া গতি, আবার কখনও বা আঠারও বছরের নীচে কিশোরদের হাতে থাকছে মোটর বাইকের চাবি। যার জেরেই প্রাণ যাচ্ছে অনেকের। হেলমেট বিহীন ভাবে মোটর বাইক চালানোর জন্যও প্রাণ যাচ্ছে অনেকের। এলাকার মানুষকে ট্রাফিক সচেতনতার বার্তা দেওয়া হয়।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 3:29 PM IST