Sadak Suraksha Abhiyan: পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে জাতীয় সড়কে এক অভিনব উদ্যোগ
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Sadak Suraksha Abhiyan: পথ দুর্ঘটনায় বেঘোরে প্রাণনাশ নিয়ন্ত্রণে আনতে প্রতি বছর ভারত সরকার ‘রোড সেফটি উইক’ অর্থাৎ ‘সড়ক সুরক্ষা সপ্তাহ’ পালন করে। প্রতিবছর জানুয়ারিতে এই ‘জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ’ পালিত হয়।
মুর্শিদাবাদ: আমাদের দেশে প্রতি বছর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে দেড় লক্ষ মানুষের। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। রাস্তায় গাড়ি চালানোর সময়ে যদি নিজের সুরক্ষা নিজের হাতে রাখতে পাড়ি তাহলে হয়ত ওই সংখ্যাটা অনেকটা কমে আসতে পারে। অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানো কিংবা মাদকাসক্ত হয়ে গাড়ি চালানো অনায়াসে প্রাণ কাড়তে পারে যে কারুর। তাই মাথায় রাখা দরকার নিজের সুরক্ষা নিজের হাতে।
পথ দুর্ঘটনায় বেঘোরে প্রাণনাশ নিয়ন্ত্রণে আনতে প্রতি বছর ভারত সরকার ‘রোড সেফটি উইক’ অর্থাৎ ‘সড়ক সুরক্ষা সপ্তাহ’ পালন করে। প্রতিবছর জানুয়ারিতে এই ‘জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ’ পালিত হয়। যা জনমানসের মধ্যে সড়ক নিরাপত্তা বিধি এবং নিয়মাবলী গুলো আরও একবার স্মরণ করিয়ে দেবে। জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ’এর বিধি নিষেধ গুলো আবারও স্মরণ করিয়ে দিলেন সুতি থানার অন্তর্গত আহিরণ ফাঁড়ি ইনচার্জ প্রিয়তোষ সিং ও চাঁদেরমোড় হাইওয়ে কর্তৃপক্ষ।মটর বাইক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতেই হেলমেট পড়ার নিদান ও দেওয়া হয়।
advertisement
advertisement
চলুন দেখে নেওয়া এক সেই নিয়ম গুলো কী কী? প্রথমত, বাইক চালানোর সময় সর্বদা মাথায় হেলমেট ব্যবহার করার জন্য আবেদন করা হয়েছে। চার চাকার গাড়ি চালানোর সময়ে সিট বেল্ট লাগাতে কখনোই ভুলবেন না।গাড়ি চালানোর সময়ে মোবাইল ফোনের ব্যবহার একেবারেই নয়। এছাড়াও অতি দ্রুত গতিতে গড়ি চালাবেন না। কোনরকম মাদকাসক্ত হয়ে গাড়ি কখনওই চালাবেন না। এই ছোট ছোট কিছু সড়ক সুরক্ষা নিয়য়াবলি অবলম্বন করে চললে পথ দুর্ঘটনায় বেঘোরে মানুষের প্রাণ হারানো হয়ত অনেকটাই আটকানো যেতে পারে। নিজের এবং নিজের পরিবারের কথা চিন্তা করুন। সুরক্ষিতভাবে, সতর্ক হয়ে গাড়ি চালান।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2024 1:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে জাতীয় সড়কে এক অভিনব উদ্যোগ







