Sadak Suraksha Abhiyan: পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে সচেতনতার পাঠ রামকৃষ্ণ মিশনের মহারাজের! জানুন

Last Updated:

Sadak Suraksha Abhiyan: পথের বলি আটকাতে হেলমেট বিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে তাদের হেলমেট পড়ার আর্জি করতে দেখা গেল মহারাজকে!

+
হাতজোড়

হাতজোড় করে সচেতনতার বার্তা স্বামীজির 

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকায় নিত্যদিন বেড়েই চলেছে বাইক দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় প্রাণ হানির ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে কোথাও না কোথাও। পরিসংখ্যান বলছে শুধুমাত্র ২০২৩ সালেই সারাদেশে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। পরিবারের প্রায় মানুষের প্রাণ গিয়েছে, কেউ বা আহত অবস্থায় চিকিৎসাধীন। ফলে দুর্ঘটনা এড়াতে রাজ্যের পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিলেও সচেতন হচ্ছেন না একশ্রেণীর বাইক আরোহী। তাই বাইক আরোহীদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে অভিনব পন্থা গ্রহণ করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের এক জন সন্ন্যাসী।
রাজ্যে সরকারের পক্ষ থেকে পথ নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহারের কথা বলা হলেও অনেকেই হেলমেট পড়তে অনিহা প্রকাশ করেন। তাই এবার পথের বলি আটকাতে হেলমেট বিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে তাদের হেলমেট পড়ার আর্জি করতে দেখা গেল স্বামীজীকে। ঠিক সকাল ৯ টা থেকে ১১ টার ভিতরে আপনিও যদি যান মুর্শিদাবাদের বহরমপুর কুলি রাজ্য সড়কের উপর বড়ঞার গোলাহাট মোড়ের হয়ত এই ব্যক্তির সচেতনতার পাঠ দানের ঘটনা চোখে পড়বে আপনারও।
advertisement
advertisement
সাধারণ মানুষের কাছে পাগল বলে পরিচিত এই ব্যক্তির নাম স্বামী নিত্যানন্দ মহারাজ। বাসস্থান মুর্শিদাবাদের কান্দি দোহালিয়া কালীবাড়ির কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। বয়স ৫৭ পেরোলেও প্রতিনিয়ত শহর কান্দি থেকে সাইকেল চড়ে মাধুকরী ও দোহালিয়ার মায়ের পুজোর ফুল সংগ্রহ করাই স্বামী নিত্যানন্দ মহারাজের প্রধান কাজ। আর এই কাজ করতেই করতেই তিনি কোথাও হেলমেট বিহীন বাইক আরোহীকে দেখলেই তাঁকে দাঁড় করিয়ে হেলমেট পড়ে বাইক চালানোর আবেদন করে থাকেন। হাত জোড় করেই আবেদন করছেন মহারাজ। দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে তিনি ধ্যান ও নিত্যপুজোর পরেই অনায়াসে সময় বের করেই এই কাজ করে চলেছেন প্রতিনিয়ত। যা দেখে কুর্নিশ জানাচ্ছেন পথচারী মটর বাইক আরোহীররা। অনেকেও আবার ভুরু কুঁচকে চলেও যাচ্ছেন তাঁকে দেখে। যদিও বর্তমানে এই স্বামীজির এই কান্ডে বেশ খুশি সাধারণ মানুষ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে সচেতনতার পাঠ রামকৃষ্ণ মিশনের মহারাজের! জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement