Sadak Suraksha Abhiyan: বাবার দুর্ঘটনায় শপথ! বাইক আরোহীদের নিরাপত্তায় স্মার্ট হেলমেট তৈরি স্কুল পড়ুয়ার

Last Updated:

Sadak Suraksha Abhiyan: এমন এক হেলমেট যা মাথায় পড়লে তা থেকে দেওয়া যাবে মোবাইলে চার্জ। এমনকি বাইক চালাতে চালাতে ইমার্জেন্সি ফোন কলও রিসিভ করা যাবে।

+
স্মার্ট

স্মার্ট হেলমেট হাতে দশম শ্রেণীর ছাত্র সৌভিক সেট

হুগলি: এমন এক হেলমেট যা মাথায় পড়লে তা থেকে দেওয়া যাবে মোবাইলে চার্জ। এমনকি বাইক চালাতে চালাতে ইমার্জেন্সি ফোন কলও রিসিভ করা যাবে। সঙ্গে রয়েছে সেফটি লাইট যা মূলত অন্ধকার রাস্তায় বাইক রাইডারদের পাইলট ল্যাম্প হিসেবে কাজে লাগবে। এমনই ফিউচারিস্টিক হেলমেট বানিয়ে নজির গড়েছে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের দশম শ্রেণির ছাত্র সৌভিক শেঠ।
কিভাবে এল, এই স্মার্ট হেলমেট বানানো চিন্তা সে বিষয়ে সৌভিক বলে, এক শীতের রাত্তিরে তার বাবার বাইক দুর্ঘটনা ঘটে। তারপরেই সৌভিকের মা সৌভিককে অনুরোধ করে এমন কিছু জিনিস বানানোর জন্য যাতে বাইক চালানোর সময় চালককে একটু অতিরিক্ত সুরক্ষা দেবে। সেই থেকেই স্মার্ট হেলমেট বানানোর পরিকল্পনা গ্রহণ করে সৌভিক।
সৌভিকের স্মার্ট হেলমেটে লাগানো সোলার প্যানেল থেকে খুব সহজেই চার্জ করে নেওয়া যায় মোবাইল ফোন থেকে শুরু করে ব্লুটুথ নেভিগেশন ডিভাইস সবকিছুই। হেলমেটের মধ্যে লাগানো রয়েছে ব্লুটুথ কলিং ডিভাইস। যার সাহায্যে গাড়ি চালাতে চালাতে অনায়াসে যে কোন ফোন রিসিভ করে নেওয়া যাবে মোবাইল ফোন ছাড়াই। একই সঙ্গে রয়েছে বেশিক্ষণ বাইক চালালে যাতে ঘুম না আসে তার জন্য আল্ট্রাসনিক সাউন্ডের ব্যবস্থা যা গাড়ির চালককে সজাগ রাখতে সব সময় সাহায্য করবে।
advertisement
advertisement
কুয়াশার দিনে দূর থেকে গাড়ির চালক কে চেনার জন্য হেলমেটের পেছনে রয়েছে অ্যাক্সিডেন্ট সেফটি লাইট এর ব্যবস্থা। এই বিষয়ে কানাইলাল বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক তিনি বলেন, সৌভিক তাদের স্কুলের কৃতি ছাত্রদের মধ্যে একজন। স্কুলের পক্ষ থেকে সর্বদাই সৌভিক কে সাহায্য করার জন্য তার পাশে থাকা হয় সৌভিকের এই ধরনের আবিষ্কার আগামী দিনে নতুন দিশা দেখা হবে বলে আশাবাদী তিনি।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: বাবার দুর্ঘটনায় শপথ! বাইক আরোহীদের নিরাপত্তায় স্মার্ট হেলমেট তৈরি স্কুল পড়ুয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement