Russia Ukraine War: বিস্ফোরণে ভেঙে পড়েছে কাঁচের দরজা জানলা, ভাঙছে ফাইটার জেট! ধ্বংসের সাক্ষী দুই চোখ

Last Updated:

Russia Ukraine War: ইউক্রেন থেকে ফিরল মালদহের আরও এক পড়ুয়া সুভাষ বাড়ুই। কিভ ন্যাশনাল মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া সুভাষ।

মালদার পড়ুয়ার স্মৃতিতে এখনও দগদগে যুদ্ধবিদ্ধস্ত কিভ
মালদার পড়ুয়ার স্মৃতিতে এখনও দগদগে যুদ্ধবিদ্ধস্ত কিভ
#মালদহ:  বিস্ফোরণে (Russia Ukraine War) চোখের সামনে একের পর এক ঝুরঝুর করে ভেঙে পড়ছিল হোস্টেলের কাঁচের দরজা, জানলা। আকাশে দুই ফাইটার জেটের সংঘাতে একটি জেটের ধ্বংস হয়ে যাওয়ার ছবিও স্বচক্ষে দেখতে হয়েছে সদ্য গোফের রেখা ফুটে ওঠা তরুণকে। কিভ থেকে মালদহে ফিরে সেইসব অভিজ্ঞতার কথা জানাল মালদহের নারায়ণপুরের সুভাষ বাড়ুই। যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের রাজধানী কিভ শহরে বাঙ্কারে মাথা গুঁজে থাকতে হয়েছিল সুভাষকে।
কিভ ন্যাশনাল মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া সুভাষ। সোমবার বিকেলে কলকাতা হয়ে মালদহ টাউন  স্টেশনে পৌঁছয় পুরাতন মালদহের নারায়ণপুরের বাসিন্দা সুভাষ। আত্মীয়-স্বজন ও পরিজনেরা ঘরের ছেলেকে ফুল নিয়ে স্বাগত জানায় স্টেশনে। ইউক্রেনের অভিজ্ঞতা প্রসঙ্গে সুভাষ জানান, ইউক্রেনে থাকার সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তেমন সাহায্য মেলেনি। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে কয়েক গুণ বেশি খরচ করে রোমানিয়া সীমান্তে আসতে হয়েছে পড়ুয়াদের।
advertisement
advertisement
রোমানিয়ায় পৌঁছনোর পর সে দেশের সরকার থাকা খাওয়ার প্রাথমিক ব্যবস্থা করেন। পরে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিশেষ বিমানে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা হয়। ভারতে পৌঁছনোর পর রাজ্য সরকার বিমান খরচ দিয়ে কলকাতায় আনার ব্যবস্থা করে। গত কয়েক বছর পড়াশোনার সুবাদে ইউক্রেন বড়ই প্রিয় সুভাষের। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পড়াশোনার জন্য ইউক্রেনে (Russia Ukraine War) ফিরতে চায় সুভাষ। দেশে ফিরে এসেও ইউক্রেনে থাকা বন্ধুদের জন্য মনের মধ্যে রয়েছে একরাশ দুশ্চিন্তা। একইসঙ্গে দুশ্চিন্তা রাশিয়ান প্রেসিডেন্টের আগ্রাসন নিয়েও।
advertisement
এদিন বিকেল চারটে নাগাদ মালদা টাউন স্টেশনে পৌছয় কাজিরাঙা এক্সপ্রেস।  ট্রেন থেকে নামতেই ফুল মালায় তাঁকে বরণ করে নেয় পরিজনেরা। আবেগতাড়িত হয়ে পড়েন পরিবারের সকলে। সুভাষকে ঘিরে প্ল্যাটফর্মেই শুরু হয় কান্নার রোল।
advertisement
ইউক্রেন ফেরত ছাত্রের কাকা অধীর বাড়ই বলেন, পরিবারের ছেলে যেভাবে কিভে আটকে পড়েছিল তাতে বরই দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়েছিল। গত কয়েকদিনে টিভিতে ইউক্রেনের (Russia Ukraine War) যুদ্ধ পরিস্থিতির ছবি দেখে চোখের পাতা এক করতে পারেনি কেউ। অবশেষে ছেলে ফিরে আসায় পরিবারে স্বস্তি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Russia Ukraine War: বিস্ফোরণে ভেঙে পড়েছে কাঁচের দরজা জানলা, ভাঙছে ফাইটার জেট! ধ্বংসের সাক্ষী দুই চোখ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement