বর্ষায় কেন বাংলায় বাড়ছে চন্দ্রবোড়া সাপের উপদ্রব! সর্প বিশেষজ্ঞ যা জানালেন, চিন্তা বাড়তে পারে

Last Updated:

Snake : কেউটে গোখর শাঁখামুটির থেকেও বিপজ্জনক চন্দ্রবোড়া, অনেকে বলেন রাসেল ভাইপার সাপ। কোন কারণে বর্ষায় জেলায় বাড়ছে এই চন্দ্রবোড়া সাপের সংখ্যা!

+
যে

যে কারণে চন্দ্রবোড়া সাপের সংখ্যা বাড়ছে জেলায় বিস্তারিত জানালেন সর্প বিশেষজ্ঞ

হাওড়া: সাংঘাতিক বিষধর সাপ চন্দ্রবোড়ার উপদ্রব! দেশে চারটি বিষধর সাপের মধ্যে এটি হল একটি। কেউটের তুলনায় চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপ বেশি বিপজ্জনক। কেউটের বিষ প্রধানত নিউরোটক্সিন, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। অন্যদিকে, চন্দ্রবোড়ার বিষ হেমোটক্সিন, যা রক্ত জমাট বাঁধা এবং অভ্যন্তরীণ অঙ্গের কার্যকারিতা ব্যাহত করে।
সাপে কামড় একটা সাধারণ ঘটনা। সাপে কামরের পর সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে সাপে কাটা ব্যক্তি নিশ্চিত প্রাণ বাঁচতে পারে। সাপে কামড়ের পর সাধারণ মানুষের মধ্যে কিছু ভুল ধারণা এবং কুসংস্কারের বসে প্রাণ হারায় গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষ। গ্রামাঞ্চলে এই বর্ষার সময় বিষধর সাপে কামড়ের প্রবণতা বাড়ে। এর মধ্যে চন্দ্রবোড়ার কামড় বাড়ছে হাওড়া জেলায়। অন্যান্য সাপের তুলনায় চন্দ্রবোড়া সাপ বৃদ্ধি পাবার প্রকৃত কারণ জানালেন সর্প বিশেষজ্ঞ শুভেন্দু গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
এই প্রসঙ্গে সর্প বিশেষজ্ঞ শুভেন্দু গঙ্গোপাধ্যায় জানান, কেউটে গোখর চন্দ্রবোড়া কালাচ এবং শাঁখামুটি বিষধর সাপ এখানে বসবাস করে। প্রকৃতির নিয়মে অন্যান্য প্রাণীর মতোই এরা নিয়ন্ত্রিত হয়। কেউটে গোখরো শাঁখামুটি সাপ চন্দ্রবোড়া সাপ খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করে। কিন্তু বর্তমান সময়ে কেউটে গোখরো বা শাখামুটি সাপের সংখ্যা কম হওয়ার কারণে চন্দ্রবোড়া সংখ্যা জেলার কিছু স্থানে বেশি।
advertisement
কেউটে গোখরো বা শাঁখামুটি সাপের বাসস্থান ছোট হয়ে আসছে। জলা জঙ্গল ভরাট হয়ে, এই সমস্ত সাপের ডিম পারার জায়গা কমে আসছে। বর্ষায় সাপে কামড়ের মতো ঘটনা আশঙ্কা বাড়ে। বিভিন্ন স্থান অর্থাৎ যে স্থানে সাপের আবাসস্থল সেখানে জলমগ্ন হয়ে সাপ অন্যত্র আশ্রয় নেয়। ফলে সাপের কামড়ের ঘটনা বাড়ছে।
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ষায় কেন বাংলায় বাড়ছে চন্দ্রবোড়া সাপের উপদ্রব! সর্প বিশেষজ্ঞ যা জানালেন, চিন্তা বাড়তে পারে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement