IND vs PAK Asia Cup Live Streaming: আজ কোথায় দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? যাঁদের Sony LIV নেই, তাঁরা কীভাবে ফ্রি-তে খেলা দেখবেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
India vs Pakistan- ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপে বহুল প্রতীক্ষিত ম্যাচটি আজ, রববার, ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি রাত ৮টা থেকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
কলকাতা : ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ম্যাচ কবে, কখন, কোথায় এবং কীভাবে ফ্রি-তে দেখবেন!
ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপে বহুল প্রতীক্ষিত ম্যাচটি আজ, রববার, ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি রাত ৮টা থেকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
দুই দলের মধ্যে প্রতিটি ম্যাচ রোমাঞ্চে ভরপুর হয়। এশিয়া কাপে এটি সবচেয়ে বড় ম্যাচ হিসেবে বিবেচিত হয়। ভক্তরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।
advertisement
advertisement
ম্যাচটি কোথায় দেখা যাবে ফ্রি-তে?
এই হাইভোল্টেজ ম্যাচের ব্রডকাস্টিং রাইটস রয়েছে Sony Sports Network-এর কাছে। তবে প্রশ্ন হচ্ছে, এই ম্যাচ কি ফ্রিতে দেখা সম্ভব?
হ্যাঁ, আপনি এই ম্যাচটি একেবারে ফ্রিতে আপনার টিভির পর্দায় দেখতে পারবেন। DD Sports, DD Free Dish এবং Doordarshan National-এ লাইভ টেলিকাস্ট। ডিডি স্পোর্টস চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার (Live Telecast) করা হবে।
হ্যাঁ, আপনি এই ম্যাচটি একেবারে ফ্রিতে আপনার টিভির পর্দায় দেখতে পারবেন। DD Sports, DD Free Dish এবং Doordarshan National-এ লাইভ টেলিকাস্ট। ডিডি স্পোর্টস চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার (Live Telecast) করা হবে।
advertisement
আরও পড়ুন- নেই কোনও প্রতিপক্ষ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলার ক্রিকেট মসনদে সৌরভের প্রত্যাবর্তন!
ডিডি ফ্রি ডিশ শুধুমাত্র সেই ম্যাচগুলো সম্প্রচার করবে যেখানে ভারতীয় দল খেলছে। অর্থাৎ, এশিয়া কাপে ভারতের প্রতিটি ম্যাচ আপনি ডিডি স্পোর্টস চ্যানেলে ফ্রি-তে দেখতে পারবেন। ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে ইউএই ম্যাচের পর অনুমান করেছিলেন, পিচ আবারও ধীরগতির (slow) হতে পারে। আজও ঠিক তাই মনে করা হচ্ছে। যেমন যেমন টুর্নামেন্ট এগোবে, স্পিনারদের আধিপত্য বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে।
advertisement
ভারতের সম্ভাব্য একাদশ (Probable XI – India):
অভিষেক শর্মা
শুভমান গিল
সূর্যকুমার যাদব (অধিনায়ক)
তিলক বর্মা
সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
advertisement
শিবম দুবে
হার্দিক পান্ডিয়া
অক্ষর প্যাটেল
কুলদীপ যাদব
জসপ্রিত বুমরাহ
বরুণ চক্রবর্তী
পাকিস্তানের সম্ভাব্য একাদশ (Probable XI – Pakistan):
advertisement
সাইম আয়ুব
সাহিবজাদা ফারহান
মহম্মদ হারিস (উইকেটকিপার)
ফখর জামান
সালমান আগা (অধিনায়ক)
advertisement
হাসান নবাজ
মহম্মদ নওয়াজ
ফাহিম আশরাফ
শাহিন আফ্রিদি
সুফিয়ান মুকিম
আবরার আহমেদ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 14, 2025 1:17 PM IST