Sourav Ganguly: নেই কোনও প্রতিপক্ষ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলার ক্রিকেট মসনদে সৌরভের প্রত্যাবর্তন!
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৪ তারিখ অর্থাৎ রবিবার সিএবির নমিনেশন এর শেষ দিন নিজের মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৪ তারিখ অর্থাৎ রবিবার সিএবির নমিনেশন এর শেষ দিন নিজের মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ। এর আগে সিএবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে সৌরভের। এবার আরও একবার বাংলার ক্রিকেটের মসনদে সৌরভের বসা শুধু সময়ের অপেক্ষা। সূত্রের খবর, সৌরভের এই প্রত্যাবর্তন অনেকটা কৌশলগত সিদ্ধান্ত, যেখানে তিনি সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে এগোচ্ছেন।
সৌরভের সঙ্গে সম্ভাব্য বাকি কার্যনির্বাহী সদস্যদের নামও ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে। তার ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস সচিব অথবা যুগ্ম সচিবের পদে থাকতে পারেন। তবে সঞ্জয় যুগ্ম সচিব হলে সভাপতি পদে কে আসবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই জায়গায় কালীঘাট ক্লাবের কর্তা বাবলু কোলের নাম শোনা যাচ্ছে। সহ-সভাপতির পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন অনু দত্ত ও প্রাক্তন ক্রিকেটার মদন ঘোষ। কোষাধক্ষ পদে আসতে পারেন বেলগাছিয়া ক্লাবের প্রতিনিধি সুব্রত সাহা।
advertisement
অভিষেক ডালমিয়ার শিবিরকে সৌরভ বিরোধী হিসেবে দেখা হলেও, তাদের পক্ষ থেকে কোনও মনোনয়ন দেওয়া হচ্ছে না বলে খবর। যদিও অভিষেকের একাধিক অভিযোগ রয়েছে বর্তমান সিএবি প্রশাসনের বিরুদ্ধে, তা তিনি প্রকাশ্যে আনেননি। ঘনিষ্ঠমহলের মতে, তিনি এবার সৌরভের বিরোধিতা করতে রাজি নন। এই সিদ্ধান্তে সংগঠনের অভ্যন্তরীণ সমীকরণে নতুন মোড় আসতে পারে।
advertisement
আরও পড়ুনঃ Sourav Ganguly: ফের বিসিসিআইতে সৌরভ গঙ্গোপাধ্যায়! ক্রিকেট প্রশাসনে ‘দাদাগিরি’! বড় আপডেট!
advertisement
অন্যদিকে, সৌরভ ও অভিষেকের মধ্যে দূরত্ব স্পষ্ট হলেও, কেউই প্রকাশ্যে একে অপরকে লক্ষ্য করে কোনও মন্তব্য করেননি। ময়দানে যদিও গুঞ্জন, তারা এখন দুটি বিপরীত মেরুতে অবস্থান করছেন। কিন্তু যেহেতু অভিষেক শিবির থেকে কোনও প্রার্থী আসছে না, তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি সভাপতি হওয়া এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 7:06 PM IST