IND vs PAK: পাকিস্তান ম্যাচের আগে কোচের সঙ্গে 'গোপন' বৈঠক প্লেয়ারদের! কী এল আপডেট?

Last Updated:

Asia Cup 2025, IND vs PAK: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শুধু ক্রিকেটীয় লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, ইতিহাস ও রাজনীতির ছায়া। এই পরিস্থিতিতে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।

News18
News18
দুবাই: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শুধু ক্রিকেটীয় লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, ইতিহাস ও রাজনীতির ছায়া। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে, সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটারদের মানসিক চাপে থাকার কথা। এই ম্যাচকে ঘিরে সীমান্তে উত্তেজনা ও দেশজুড়ে বয়কটের ডাক খেলোয়াড়দের ওপর এক বাড়তি চাপ তৈরি করতে পারে।
এই পরিস্থিতিতে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। তরুণ এই দলকে পেশাদার থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যদিও তা বাস্তবে রক্ষা করা কঠিন। অনেক ক্রিকেটার কঠোর অনুশীলনের পর নিজের ফোন হাতে নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখছে, যেখানে নানা আবেগঘন বার্তা ও রাজনৈতিক আলোচনার মুখোমুখি হচ্ছে তারা।
advertisement
ম্যাচের আগের দিন এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কোনও খেলোয়াড়, অধিনায়ক বা কোচ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হননি, যা থেকেই বোঝা যায় চাপ কতটা। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে স্পষ্ট করে জানান, দলের মনোভাব পুরোপুরি পেশাদার, এবং গম্ভীরের বার্তা ছিল— “যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে দুশ্চিন্তার দরকার নেই।” তবে তিনিও স্বীকার করেন, খেলোয়াড়েরা সাধারণ মানুষের আবেগের সঙ্গে একাত্ম।
advertisement
advertisement
সব মিলিয়ে, এই ভারত-পাকিস্তান ম্যাচের আবহ শুধু মাঠের খেলা নয়, বরং একটি বড় মানসিক পরীক্ষাও। রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত সংঘর্ষ ও সন্ত্রাসবাদ— সব মিলিয়ে আবেগের যে চাপ তৈরি হয়েছে, তা সামলে মাঠে নিজের সেরা খেলাটাই দিতে হবে ভারতীয় ক্রিকেটারদের। ২২ গজে ক্রিকেট যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় দেখার অপেক্ষায় গোটা দেশ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: পাকিস্তান ম্যাচের আগে কোচের সঙ্গে 'গোপন' বৈঠক প্লেয়ারদের! কী এল আপডেট?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement