ইডেনে গিয়ে 'নবাব পতৌদির' স্মৃতিচারণ করলেন সোহা, মিষ্টি ভিডিও মন ছুঁয়ে গেল সকলের

Last Updated:

Soha Ali Khan Pataudi at CAB and recalled fond memories of her father: কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির কন্যা ও অভিনেত্রী সোহা আলি খান পতৌদি ইডেন গার্ডেন্সে এসে তাঁর বাবার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা তুলে ধরেন।

News18
News18
রবিবার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির কন্যা ও অভিনেত্রী সোহা আলি খান পতৌদি ইডেন গার্ডেন্সে এসে তাঁর বাবার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা তুলে ধরেন। দেশের ক্রিকেট ইতিহাসে ইডেন গার্ডেন্সের গুরুত্ব যেমন অপরিসীম, তেমনই এই মাঠের সঙ্গে মনসুর আলি খান পতৌদির সম্পর্কও বিশেষ তাৎপর্যপূর্ণ।
কলকাতায় কাজে এসে রবিবার ইডেন গার্ডেন্সে গিয়েছিলেন সোহা আলি খান পতৌদি। ইডেনে তাঁর বাবার ছবির সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেন বলি অভিনেত্রী। সিএবিপ তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় সোহার সেই ভিডিও শেয়ার করা হয়। যা নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। সোহার মন্তব্য মন ছুঁয়ে যায় সকলের।
সোহা আলি খান জানান, তাঁর বাবা মনসুর আলি খান পাতৌদি ইডেন গার্ডেন্সকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি একাধিকবার বলেছেন, এই মাঠটি তাঁর খেলা করা প্রিয় মাঠগুলোর মধ্যে অন্যতম। গ্যালারির উচ্ছ্বাস, মাঠের পরিবেশ এবং কলকাতার ক্রিকেটপ্রেমী দর্শকদের ভালোবাসা তাঁর বাবাকে সবসময় অনুপ্রাণিত করত বলে স্মরণ করেন সোহা।
advertisement
advertisement
advertisement
নবাব পতৌদি ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়। দেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি এবং ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত। ইডেন গার্ডেন্সেও রয়েছে নবাবেপ স্মরণীয় ইনিংস। তাঁর উপস্থিতি ও পারফরম্যান্স আজও ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইডেনে গিয়ে 'নবাব পতৌদির' স্মৃতিচারণ করলেন সোহা, মিষ্টি ভিডিও মন ছুঁয়ে গেল সকলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement