Royal Bengal Tiger Attack: বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন! সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Royal Bengal Tiger Attack: সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন মৈপীঠ উপকূল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের পয়লা ঘেরি গ্রামের তপন খাঁড়া (৫৯)। সঙ্গে ছিলেন গ্রামেরই জয়দেব খাঁড়া, গনেশ খাঁড়া, গুরুপদ খাঁড়া ও বাসুদেব মণ্ডল
দক্ষিণ ২৪ পরগনা: বাঘের আক্রমণের মুখ থেকে জীবিত অবস্থায় ফিরে এলেন সুন্দরবনের এক মৌলে বা মধু সংগ্রাহক। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার হাসপাতালে।
গত বুধবার সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন মৈপীঠ উপকূল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের পয়লা ঘেরি গ্রামের তপন খাঁড়া (৫৯)। সঙ্গে ছিলেন গ্রামেরই জয়দেব খাঁড়া, গনেশ খাঁড়া, গুরুপদ খাঁড়া ও বাসুদেব মণ্ডল। সুন্দরবনের আজমমালীর জঙ্গলে মধু সংগ্রহ করতে ঢোকেন তাঁরা। মধু সংগ্রহের সময় আচমকাই পিছন থেকে তপন খাঁড়া ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর স্বভাববশত বাঘ ওই মধু সংগ্রাহককে গভীর জঙ্গলে টেনে নিয়ে যেতে চাইলে সঙ্গী সাথীরা এগিয়ে এসে বাঘটিকে বাধা দেন। শেষ পর্যন্ত তপন খাঁড়াকে জীবিত অবস্থায়য় উদ্ধার করা যায়।
advertisement
advertisement
এরপর গুরুতর আহত তপনকে নিয়ে এসে প্রথমে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানাতরিত করা হয়। বন দফতর ও আহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ শে মার্চ বন দফতরের রায়দীঘি রেঞ্জের কুলতলির নলগোড়া বিট অফিস থেকে মহুল পাশ নিয়েছিলেন তপন সহ একাধিক মৌলেরা। সেই পাশ নিয়েই তাঁরা জঙ্গলে মধু সংগ্রহ করতে যান। উল্লেখ্য বন দফতরের উদ্যোগে সুন্দরবনে এই মুহূর্তে মধু সংগ্রহ অভিযান চলছে। তাতে যোগ দিয়েই গুরুতর আহত হলেন ওই মৌলে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2024 7:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger Attack: বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন! সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা