Rooftop Garden: ছাদ তো নয় যেন টাকার খনি! ছাদেই ফলচ্ছে লাখ লাখ টাকার মিয়াজাকি আম

Last Updated:

Rooftop Garden: কী ভাবে বাড়ির ছাদে চাষ করবেন মিয়াযাকি আম, জানুন বিস্তারিত 

+
মীয়াজাকি

মীয়াজাকি আম

বীরভূম: বৈশাখের শুরু থেকেই বিভিন্ন ধরনের আমের সাজে সেজে ওঠে ফলের বাজার। ল্যাংড়া থেকে শুরু করে রানী আবার সুর্পণখা আরও বিভিন্ন ধরনের আম বাজারে পাওয়া যায়। তবে এইসব আমের থেকেও সবচেয়ে দামি আম মনে করা হয় মিয়াজাকি আমকে। মিয়াজাকি আম, যা “তাইয়ো-নো-তামাগো” বা “সূর্যের ডিম” নামেও পরিচিত, এটি একটি বিরল এবং অত্যন্ত মূল্যবান জাপানি আমের জাত যা তার স্বতন্ত্র স্বাদ, মসৃণ গঠন এবং সমৃদ্ধ সুগন্ধের জন্য বিশ্ববিখ্যাত। মনে করা হয় বিশ্বের সবচেয়ে দামি ফলের মধ্যে একটি, যার দাম প্রতি কেজি ২ লক্ষ টাকা পর্যন্ত।
এই মিয়াজাকি আম পাকলে এখনও রূপ ধারণ করে যা দেখলে মন জুড়িয়ে যায়। উজ্জ্বল বেগুনি থেকে লাল রঙের এবং ডাইনোসরের ডিমের মতো আকৃতির দ্বারা চিহ্নিত। মূলত জাপানের মিয়াজাকি শহরে মিয়াজাকি আম জন্মে, যেখানে পর্যাপ্ত সূর্যের আলো, উষ্ণ আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের নির্দিষ্ট পরিস্থিতিতে এগুলি বেড়ে ওঠে। এগুলি কেবল এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাওয়া যায়।
advertisement
আরও পড়ুন: ১ পৌষ থেকে বদলাচ্ছে তারাপীঠ মন্দিরের নিয়ম! কীভাবে পুজো দেবেন, প্রবেশে কী কী নিষেধাজ্ঞা? না জানলে বড় সমস্যা
মিয়াজাকি আম তার গুণমান এবং বিরলতার জন্য অত্যন্ত মূল্যবান, যা এটিকে বিশ্বের সবচেয়ে দামি ফলের মধ্যে একটি মনে করা হয়। দুটি আমের এক বাক্সের দাম ৮,৬০০ টাকা থেকে ২.৭ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। অসাধারণ স্বাদের পাশাপাশি, আমে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা-ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ।
advertisement
advertisement
আরও পড়ুন: মোটা মাইনের প্রচুর চাকরির সুযোগ বিশ্বভারতীতে, কারা করতে পারবেন আবেদন? রইল চার্ট
আর এই আম চাষ করছেন বীরভূমের বোলপুর সুড়ুলের বাসিন্দা সুমন চক্রবর্তী। তবে তিনি বিক্রি করার জন্য নয় বরং বাড়িতে খাবার জন্য বাড়ির ছাদে তিনি মোট ১৪ ধরনের আম ফলিয়েছেন। তার মধ্যে অন্যতম মিয়াজাকি আম। এক একটি আমের ওজন প্রায় ৮০০ থেকে ৯০০ গ্রাম এর কাছাকাছি। মূলত আম চাষের জন্য গোবর সার এবং উন্নতমানের সারের প্রয়োজন। আপনি চাইলে বাড়িতেই এই আমের চাষ করতে পারবেন।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rooftop Garden: ছাদ তো নয় যেন টাকার খনি! ছাদেই ফলচ্ছে লাখ লাখ টাকার মিয়াজাকি আম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement