Visva-Bharati University Jobs: মোটা মাইনের প্রচুর চাকরির সুযোগ বিশ্বভারতীতে, কারা করতে পারবেন আবেদন? রইল চার্ট
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
অবশেষে খুশির খবর দিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ,একাধিক শূন্যপদে আবেদন করার সুযোগ।
বীরভূম: এবার বোলপুর শান্তিনিকেতনে একাধিক শূন্য পদে কাজের সুযোগ মিলবে আপনাদের।বিশ্বভারতীতে শতাধিক অধ্যাপকের শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। মোট ৬৬টি সহযোগী অধ্যাপক ও ৫৫টি সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গুরুত্বপূর্ণ কলাভবন ও সঙ্গীতভবনেও নিয়োগ হবে। ৩০ জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন আগ্রহীরা। প্রসঙ্গত জানা গিয়েছে, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বিশ্বভারতীতে বহু শূন্যপদ রয়েছে, কিন্তু কোন ক্ষেত্রে নিয়োগ হয়নি।
প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী থাকার সময় শূন্য পদ থাকলেও অনেক ক্ষেত্রে নিয়োগ নেই।তবে প্রবীর কুমার ঘোষ স্থায়ী উপাচার্য পদে যোগ দেওয়ার পরেই গুরুত্বপূর্ণ শূন্য পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে ৷বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।আরও বহু শূন্য পদ রয়েছে, আগামী দিনে সেগুলির জন্যও বিজ্ঞপ্তি জারি করা হবে।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অনেক আগের সময় থেকেই বিশ্বভারতীর বেশির ভাগ ভবন ও বিভাগে অধ্যাপকদের শূন্যপদ তৈরি হয়েছিল। কিন্তু কোনও ক্ষেত্রেই তেমনভাবে নিয়োগ প্রক্রিয়া হয়নি।তবে দীর্ঘ টালবাহানার পর অবশেষে নতুন স্থায়ী উপাচার্য হিসাবে দ্বায়িত্ব নিয়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসচিব, রবীন্দ্রভবনের অধ্যক্ষ, ফিন্যান্স অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন বর্তমানে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য প্রবীর কুমার ঘোষ।
advertisement
তবে কীভাবে এবং কতদিন এবং কোন সময়ের মধ্যে আপনি আবেদন করতে পারবেন।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ৩০ জুন রাত্রি ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করা যাবে.আবেদন করতে হবে বিশ্বভারতীর https://curec.samarth.ac.in ওয়েবসাইটের মাধ্যমে ৷ বিস্তারিত জানতে পারবেন www.visva-bharati.ac.in ওয়েবসাইটে গিয়ে। তাই আপনার যদি এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কাজ করার ইচ্ছে থাকে তাহলে ঝটপট আবেদন করে ফেলুন।
advertisement
সৌভিক রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 03, 2025 7:50 PM IST










