Father Son death on Same day: করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল ছেলে, করাল নিয়তি 'একই দিনে' কাড়ল বাবাকেও, চরম হাহাকার স্ত্রীর
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
দু'বছর আগে একই দিনে মৃত্যু হয়েছে চেন্নাইয়ে কাজ করতে যাওয়া ছেলের, ছেলের মৃত্যুতে চাকরি পাওয়া বাবার মৃত্যু একই দিনে, জানুন কারণ।
পশ্চিম মেদিনীপুর: নিয়তি যেন এক সুতোয় গাঁথা। ছেলের মৃত্যুর দিনেই মৃত্যু হল বাবার।দুবছর পর একই দিনে ঘটল অঘটন। এক দু বছর আগে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ছেলের। সেই শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। তবে ছেলের মৃত্যুর দিন, দুবছর পর বাবার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। ছেলের মৃত্যুর দু’বছর পর একই দিনে গলায় সুপারি আটকে মৃত্যু হল হোম গার্ড বাবার। ঘটনাটি ঘটেছে বেলদা থানার অন্তর্গত সাউরী গ্রাম পঞ্চায়েতের পাটপুর এলাকায়।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সাউরী গ্রাম পঞ্চায়েতের পাটপুর গ্রামের বছর ২৫ এর সঞ্জয় মাইতির। সরকারি ঘোষণা মতই ছেলের মৃত্যুর পর হোম গার্ডে চাকরি পেয়েছিলেন বাবা। তবে সোমবার সকালে ডিউটি যাবার আগে পান খাওয়ার সময় গলায় সুপারি আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় বাবার। মৃতের নাম দীপক মাইতি (৫৫)। বেলদা থানার অন্তর্গত জোড়া গেড়িয়া ফাঁড়ির পুলিসকর্মী ছিলেন তিনি। একই দিনে বাবা ও ছেলের মৃত্যুর সমাপতনে শোকের ছায়া এলাকা জুড়ে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
প্রসঙ্গত, দু বছর আগে ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বর সংলগ্ন বাহনাগা স্টেশনে ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বেলদা থানার সাউরী গ্রাম পঞ্চায়েতের পাটপুর গ্রামের বছর ২৫ এর যুবক সঞ্জয় মাইতি। চেন্নাইতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি। ট্রেন দুর্ঘটনা অকালে প্রাণ কেড়ে নিয়েছিল ওই যুবকের। আর সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে সঞ্জয়ের বাবা দীপক মাইতিকে দেওয়া হয়েছিল পুলিসের চাকরি। স্পেশাল হোম গার্ড হিসেবে বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়িতে যোগ দিয়েছিলেন।
advertisement
সোমবার অন্যান্য দিনের মত সকালে ডিউটিতে যোগ দিতে বেরিয়েছিলেন দীপক বাবু। বাড়ির সামনে একটি দোকানে পান কিনে খাচ্ছিলেন। হঠাৎই গলায় সুপারি আটকে গিয়ে তা শ্বাসনালীতে চলে যায়। ঘটনাস্থলে ছটফট করতে থাকেন তিনি। স্থানীয়রা তড়িঘড়ি দীপক বাবুকে নিয়ে এগরা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান পথিমধ্যেই মৃত্যু হয়েছে তাঁর। ওই এলাকার বাসিন্দা সাউরী গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সামন্ত বলেন, দু’বছর আগে আজকের দিনে দীপক মাইতির ছেলের মৃত্যু হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায়।
advertisement
মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুলিসে চাকরি পেয়েছিলেন তিনি। সেই একই দিনে হঠাৎ করে দীপক বাবুর মৃত্যু আমাদেরকে ব্যথিত করেছে। বাবা ছেলের একই দিনে মৃত্যুর এই সমাপতন খুবই বেদনাদায়ক। পরিবারকে সমবেদনা জানানোর কোনও ভাষা নেই। দীপক বাবুর পরিবারে তাঁর স্ত্রী ও মেয়ে রয়েছেন। জেলা পুলিস এর এক আধিকারিক বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক। জেলা পুলিস পরিবারের পাশে রয়েছে। সরকারের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 5:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Father Son death on Same day: করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল ছেলে, করাল নিয়তি 'একই দিনে' কাড়ল বাবাকেও, চরম হাহাকার স্ত্রীর