Traffic Police: অনেক হল ফাইন আদায়...! এবার গাড়ি চালকদের ধরে ধরে এই কাজ করল ট্রাফিক পুলিশ, নিয়ন্ত্রণে আসবে পথদুর্ঘটনা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Traffic Police: সড়ক দুর্ঘটনার বাড়বাড়ন্ত প্রশাসনকে চিন্তায় ফেলেছে। সেই ভাবনা থেকেই পথ দুর্ঘটনা রোধে ভিন্নধর্মী পদক্ষেপ নিল বসিরহাট পুলিশ জেলার খোলাপোতা ট্রাফিক বিভাগ।
উত্তর ২৪ পরগনা: সড়কে সুরক্ষা, চালকের স্বাস্থ্যই হাতিয়ার – বসিরহাটে পুলিশের অভিনব উদ্যোগ। সড়ক দুর্ঘটনার বাড়বাড়ন্ত প্রশাসনকে চিন্তায় ফেলেছে। সেই ভাবনা থেকেই পথ দুর্ঘটনা রোধে ভিন্নধর্মী পদক্ষেপ নিল বসিরহাট পুলিশ জেলার খোলাপোতা ট্রাফিক বিভাগ। তাদের উদ্যোগে খোলাপোতায় আয়োজিত হয় এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে মূলত লরি, অটো এবং অন্যান্য বাণিজ্যিক গাড়ির চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁদের চোখের দৃষ্টি, রক্তচাপ সহ বিভিন্ন শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়, যাতে রাস্তায় গাড়ি চালানোর সময়ে কোন শারীরিক অসুস্থতা দুর্ঘটনার কারণ না হয়ে দাঁড়ায়।
এই শিবিরে প্রায় শতাধিক পরিবহন শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রক্তে শর্করা ও রক্তচাপ পরীক্ষার পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয় চক্ষু পরীক্ষার ওপর। আধিকারিকদের মতে, গাড়ি চালানোর সময় চালকদের চোখের ওপরেই পড়ে সর্বাধিক চাপ। তাই চোখ সুস্থ না থাকলে ঘটে যেতে পারে বিপদ। আর সেই কারণেই এই চক্ষু পরীক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা ট্রাফিক ডিএসপি সুব্রত কুমার বারিক জানিয়েছেন, “শুধু আইন প্রয়োগ করলেই চলবে না, দুর্ঘটনা রুখতে সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন রয়েছে। তাই আমরা চালকদের শারীরিক দিকটাও দেখার দায়িত্ব নিয়েছি।”
advertisement
advertisement
এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন খোলাপোতা ট্রাফিক অফি রফিকুল ইসলাম সহ দফতরের একাধিক আধিকারিক, চিকিৎসক ও পুলিশকর্মীরা। সবার মিলিত প্রচেষ্টায় সুন্দরভাবে শিবিরটি সম্পন্ন হয়। বিনামূল্যে এই পরিষেবা পেয়ে খুশি চালকরাও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকেই ধন্যবাদ জানান ট্রাফিক বিভাগকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীদিনে এমন স্বাস্থ্য শিবির আরও আয়োজন করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রশাসনের আশা, এর মাধ্যমে পরিবহন শ্রমিকরা যেমন সচেতন হবেন, তেমনই কমবে পথ দুর্ঘটনার সম্ভাবনাও।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 07, 2025 4:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traffic Police: অনেক হল ফাইন আদায়...! এবার গাড়ি চালকদের ধরে ধরে এই কাজ করল ট্রাফিক পুলিশ, নিয়ন্ত্রণে আসবে পথদুর্ঘটনা








