Baby Gharial Rescue: ১ সপ্তাহে...! হুবহু কুমির, এক নদীতে উদ্ধার ২ ছানা, বাড়ছে আতঙ্ক, কীভাবে এল উঠছে প্রশ্ন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Baby Gharial Rescue: পরপর দুই দিন ধরে মৎস্যজীবীদের জালে উঠে আসছে কুমিরের বাচ্চা। কোথা থেকে এই কুমিরের বাচ্চা এল, কীভাবে সোনাই নদীতে এরা এসে পড়ল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
উত্তর ২৪ পরগনা: সীমান্তের সোনাই নদীতে বারবার কুমিরের ছানা উদ্ধার! চাঞ্চল্য ও উদ্বেগ এলাকায়। উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী স্বরূপনগরের সোনাই নদীতে হঠাৎ করেই ধরা পড়ল কুমিরের বাচ্চা।
উল্লেখ্য গত সোমবারে সীমান্ত এলাকা সোনাই নদীতে একটি মৃত কুমিরের বাচ্চা মৎস্যজীবীদের জালে উঠে আসে, এরপর ফের এদিন সকালে এক ঘণ্টার মধ্যে পরপর একটি মৃত একটি জীবিত কুমিরের বাচ্চা মৎস্যজীবীদের জালে উঠে আসে এই কুমিরের ছানা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
আরও পড়ুন: ছুটির দিনে আঁকাবাঁকা রাস্তা, ভিড়ে ঠাসা আন্দুলপোতা…! এখন আর কেউ যেতেই চাইছেন না, কেন জানেন?
advertisement
advertisement
যেখানে নদীতে নেই জোয়ার-ভাটা, নেই কুমিরের কোন ইতিহাস, সেখানে হঠাৎ করে কুমিরের ছানা ধরা পড়া ঘিরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সুন্দরবন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই সোনাই নদীতে বিগত কয়েকশো বছর ধরে কখনও কুমির দেখা যায়নি। এই নদী সংলগ্ন বহু প্রজন্মের মানুষ কখনও এই নদীতে কুমিরের অস্তিত্বের কথা শোনেননি। যদিও উদ্ধার হওয়া এই প্রাণীর বাচ্চা দুটি কুমিরের মত দেখতে হলেও সেগুলি নাকি ঘড়িয়াল, এমনটাও জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু পরপর দুই দিন ধরে মৎস্যজীবীদের জালে উঠে আসছে কুমিরের বাচ্চা। কোথা থেকে এই কুমিরের বাচ্চা এল, কীভাবে সোনাই নদীতে এরা এসে পড়ল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। একইসঙ্গে নদীতে নামা মাছ ধরার মৎস্যজীবী এবং নৌকা পারাপার করা মানুষের মধ্যে ছড়িয়েছে উৎকণ্ঠা। স্থানীয় বাসিন্দারা নদীতে সাবধানে চলাফেরার পাশাপাশি বন দফতরকে বিষয়টি জানিয়েছেন বলে খবর। এখন দেখার, এই কুমিরের বাচ্চার আগমনের পিছনে প্রকৃত কারণ কী, তা বন দফতর বা প্রশাসনের তরফ থেকে কবে জানা যায়।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 5:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baby Gharial Rescue: ১ সপ্তাহে...! হুবহু কুমির, এক নদীতে উদ্ধার ২ ছানা, বাড়ছে আতঙ্ক, কীভাবে এল উঠছে প্রশ্ন