Hooghly News: ধুলোর জ্বালায় অতিষ্ট হয়ে পথ অবরোধ
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
কয়েক মাস ধরে রাস্তা সংস্কারের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে রাস্তার ধুলো এখন বাড়িতে এসে জমা হচ্ছে
হুগলি: ধুলোর জ্বালায় অতিষ্ট হয়ে রাস্তা আটকাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটির দঙ্গলমোড় এলাকায়। জানা গিয়েছে, রাস্তাটি সংস্কার করার জন্য খোঁড়াখুঁড়ি হয়েছিল। এরফলে রাস্তাজুড়ে ধুলো, বালি, পাথর এবং মাটির ছড়াছড়ি। তারপর দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও সম্পূর্ণ হয়নি রাস্তা সংস্কারের কাজ। ফলে ধুলোর জ্বালায় অসুস্থ হয়ে পড়ছে এলাকার বাসিন্দারা। তাই এদিন গ্রামবাসীরা একজোট হয়ে রাজ্য সড়কের উপর বাঁশ দিয়ে রাস্তা আটকে দিল। এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
রাস্তার ধুলোকে কেন্দ্র করে আরামবাগের এই পথ অবরোধের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মাস ধরে রাস্তা সংস্কারের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে রাস্তার ধুলো এখন বাড়িতে এসে জমা হচ্ছে। খাওয়া দাওয়া থেকে জামা-প্যান্ট সবকিছু নোংরা হয়ে যাচ্ছে। বাচ্চা ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। ধুলোর জ্বালায় এলাকায় বসবাস করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অন্যদিকে আরেক ব্যক্তি জানান, বারবার বিষয়টি নিয়ে প্রশাসনে অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এখন দেখার এই বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ করে।
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 26, 2023 4:43 PM IST






