Dakshin Dinajpur News: শীতেও ক্যাপসিকামের দামে আগুন! রান্নায় বিকল্প হোক আচারি লঙ্কা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
শীতকাল পড়লেও এই বছর ক্যাপসিকামের দাম সেভাবে কমেনি। ফলে তা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরেই থেকে গিয়েছে। আর তারি বিকল্প হিসেবে বালুরঘাট শহরে রীতিমতো হিট আচারি লঙ্কা
দক্ষিণ দিনাজপুর: শীতেও ক্যাপসিকামের দামে আগুনের ছোঁয়া। মধ্যবিত্তের পক্ষে তা সব সময় কেনা সম্ভব হচ্ছে না। সেই খামতি মেটাচ্ছে আচারি কাশ্মিরি মির্চ বা আচারি লঙ্কা। ক্যাপসিকামের আদর্শ বিকল্প হিসেবে বাজারে উঠে এসেছে এটি।
শীতকাল পড়লেও এই বছর ক্যাপসিকামের দাম সেভাবে কমেনি। ফলে তা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরেই থেকে গিয়েছে। আর তারি বিকল্প হিসেবে বালুরঘাট শহরে রীতিমতো হিট আচারি লঙ্কা। ক্যাপসিকামের মতোই স্বাদ, তবে তীব্রতা কিঞ্চিৎ কম। শহরের বড়বাজার, পাওয়ার হাউস, স্টেট ব্যাঙ্ক, সাহেব কাছারি সহ সব বাজারগুলিতে এই লঙ্কার চাহিদা রয়েছে যথেষ্ট।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আচার, চপের পাশাপাশি বাঙালি রান্নার পদে বা চাইনিজে অনায়াসেই ব্যবহার হচ্ছে বড় বড় আচারি লঙ্কা। এতে খুব ঝাল না হলেও একটা ঝাল ঝাল ভাব আসে রান্নায় এবং রান্নার পুষ্টিগুণ কয়েকগুণ বাড়ে। ঘটনা হল এবার শীতেও ক্যাপসিকাম ১২০ থেকে ১৩০ টাকা কেজি দামে বাজারে খুচরো বিক্রি হচ্ছে। সেই দামের চাপ থেকে বাঁচতে মানুষ ক্রমশই আপন করে নিচ্ছে আচারি লঙ্কাকে। এর ফলে খুশি আচারি লঙ্কা চাষিরা। তাঁদের বিক্রি বেড়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2023 1:36 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dakshin Dinajpur News: শীতেও ক্যাপসিকামের দামে আগুন! রান্নায় বিকল্প হোক আচারি লঙ্কা