Road Accident: মর্মান্তিক! ট্রেকারে সংঘর্ষ হতেই রাস্তায় কেটে পড়ে গেল পা, মারাত্মক দুর্ঘটনা হরিহরপাড়ায়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
Road Accident: সাইকেল রেখে বহরমপুরের উদ্দেশ্যে যাত্রীবাহী এক ট্রেকারে উঠছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা আরেকটি ট্রেকার দাঁড়িয়ে থাকা ট্রেকারের পেছনে সজোরে ধাক্কা মারে।
মুর্শিদাবাদ: হরিহরপাড়া রাজ্য সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত জখম হলেন এক প্রৌঢ়। বুধবার দুপুরে হরিহরপাড়া থানার ডল্টনপুর বোলতলা পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত প্রৌঢ়ের নাম মাওলা বক্স, বয়স ৫৫ বছর, তাঁর বাড়ি হরিহরপাড়ার স্বরুপপুর নতুনপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যসুরক্ষা কার্ডের কাজের জন্য তিনি সাইকেলে করে ডল্টনপুরে বোনের বাড়ি যান। সেখানে সাইকেল রেখে বহরমপুরের উদ্দেশ্যে যাত্রীবাহী এক ট্রেকারে উঠছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা আরেকটি ট্রেকার দাঁড়িয়ে থাকা ট্রেকারের পেছনে সজোরে ধাক্কা মারে।
advertisement
আরও পড়ুন: চোখের চিকিৎসা করাতে গিয়ে চোখের সামনেই এ কী ভয়ঙ্কর দৃশ্য! নেপালে গিয়ে ফরাক্কার বাসিন্দা যা দেখলেন, অবিশ্বাস্য!
হঠাৎ প্রচণ্ড ধাক্কায় মাওলা বক্সের ডান পা কেটে রাস্তায় পড়ে যায়। ঘটনার শব্দে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষজন ছুটে এসে পুলিশকে খবর দেন। হরিহরপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম বৃদ্ধকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: ২০২৫ সালের NIRF র্যাঙ্কিংয়ে শীর্ষে কোন কলেজ? দেশের সেরা ১০ ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের বাংলার কোন নাম? চমকে যাবেন
প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনাগ্রস্ত যাত্রিবাহী ট্রেকার দুটিকে আটক করে নিয়ে যায় থানায়।
advertisement
প্রণব বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 5:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: মর্মান্তিক! ট্রেকারে সংঘর্ষ হতেই রাস্তায় কেটে পড়ে গেল পা, মারাত্মক দুর্ঘটনা হরিহরপাড়ায়