ডায়মন্ড হারবারে যাত্রীবাহী বাস ও ৪০৭ গাড়ির সংঘর্ষ! গুরুতর আহত একাধিক

Last Updated:

ঘটনার জেরে ৪০৭ গাড়িতে থাকা বেশ কয়েকজন গুরুতর জখম হন

যাত্রীবাহী বাস ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ
যাত্রীবাহী বাস ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ যাত্রীবাহী বেসরকারি বাস ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার ডায়মন্ডহারবার ১১৭ নং জাতীয় সড়কের শাসন মোড়ে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জানা যাচ্ছে, শনিবার দুপুর ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবোঝাই বাসটি ডায়মন্ড হারবারের দিকে আসছিল। সেই সময় উল্টো দিক থেকে ৪০৭ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুনঃ ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, একমাত্র যাতায়াতের রাস্তা বেহাল! আদিবাসী অধ্যুষিত ‘এই’ এলাকায় করুণ পরিস্থিতি
ঘটনার জেরে ৪০৭ গাড়িতে থাকা বেশ কয়েকজন গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহতদেরকে উদ্ধার করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করেন ডায়মন্ডহারবারের এসডিপিও সাকিব আহমেদ।
advertisement
advertisement
ডায়মন্ড হারবার ১১৭ নং জাতীয় সড়কের শাসন মোড়ে যাত্রীবাহী বেসরকারি বাস ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে হাজির হন বহু মানুষ। মুখোমুখি সংঘর্ষের এই ঘটনায় ৪০৭ গাড়িতে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডায়মন্ড হারবারে যাত্রীবাহী বাস ও ৪০৭ গাড়ির সংঘর্ষ! গুরুতর আহত একাধিক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement